এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উলুবেড়িয়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার এক্সক্লুসিভ এক্সিট পোল

উলুবেড়িয়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার এক্সক্লুসিভ এক্সিট পোল


২০১৪ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে উলুবেড়িয়া লোকসভায় উপনির্বাচন হয়ে গেল গত ২৯ জানুয়ারী। এবার সেখানে বহুমুখী লড়াই হয়েছে। এই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন চার প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হয়েছিলেন যথাক্রমে

১. তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ
২. বিজেপির অনুপম মল্লিক
৩. সিপিএমের সাবিরউদ্দিন মোল্লা
৪. কংগ্রেসের সেখ মোদাসের হোসেন ওয়ারসী

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এছাড়াও অন্যান্য দল ও নির্দন প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন

১. সিমল সরেন – ইন্ডিয়ান ইউনিটি সেন্টার – মোমবাতি চিহ্ন
২. অমল বর্মন – নির্দল – টর্চ চিহ্ন
৩. কমল কৃষ্ণ মালিক – নির্দল – ব্যাটসম্যান চিহ্ন
৪. তাপস মন্ডল – নির্দল – শিকল চিহ্ন
৫. সঞ্জীব কর্মকার – নির্দল – ব্যাট চিহ্ন

ভোট পরবর্তীকালে আমাদের পর্যবেক্ষক দল উলুবেড়িয়ার সাতটি বিধানসভা (উলুবেড়িয়া-পূর্ব, উলুবেড়িয়া-উত্তর, উলুবেড়িয়া-দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা এবং উদয়নারায়ণপুর) ঘুরে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে সেখানে হয়ে যাওয়া উপনির্বাচনে কি ফল হতে পারে তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছে। আগামীকাল ভোটগণনা, ইভিএম খোলা হলে আসল ফলাফল বোঝা যাবে। আমাদের করা কিছু বিশেষ প্রশ্নের উত্তরের ভিত্তিতে উলুবেড়িয়ার সম্ভাব্য ফলাফলের আভাস নিম্নরূপ –

উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে সাম্ভাব্য ফলাফল –
তৃণমূল কংগ্রেস – ৪৮%
বিজেপি – ২৫%
বামফ্রন্ট – ১৮%
কংগ্রেস – ৫%
অন্যান্য – ৩%
নোটা – ১%

তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ২,৭৫,০০০ – ৩,০০,০০০ ভোটের ব্যবধানে হারাতে চলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!