‘গ্রাসরুট ওপিনিয়ন পোলের’ নোয়াপাড়া ও উলুবেড়িয়া এক্সিট পোল বিশেষ খবর রাজ্য January 31, 2018 নোয়াপাড়া বিধানসভা ও উলুবেড়িয়া লোকসভার এক্সিট পোল গ্রাসরুট ওপিনিয়ন পোল (GROP) স্যাম্পেল গ্রহণের সময় – ২৯/০১/২০১৮ তারিখে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টে। প্রথমে আমরা দুই কেন্দ্রের মানুষের কাছেই কিছু প্রশ্ন রাখি, দুটি কেন্দ্রের মানুষের উত্তর একত্রিত ভাবে বর্ণনা করা হল – ১. তৃণমূল সরকার ৭ বছরে কেমন কাজ করেছে? খুব ভালো – ২১% ভালো – ২৮% মোটামুটি – ১৫% বদল আসেনি – ১৬% খারাপ – ১২% জানি না – ০৮% ২. কেন্দ্রের মোদী সরকারের কাজে খুশি আপনি? খুশি – ৩০% বদল আসেনি – ১৭ % খুশি নই – ৪২% জানিনা – ১১% ৩. ২০১৯ এ তৃণমূলের জোট চিত্র কেমন দেখতে চান? তৃণমূল+ কংগ্রেস – ১৫% তৃণমূল+ বিজেপি – ২৪% তৃণমূল+ সিপিএম – ০১% একা লড়ুক তৃণমূল – ১৯% বলতে পারবো না – ৪১% ৪. তৃণমূল সরকারের সবচাইতে খারাপ দিক কি? শিল্পায়ন – ২২% আইন শৃঙ্খলা – ১২% তোষণ – ১০% কেন্দ্রের সাথে ঝগড়া – ০৮% পানীয় জল – ০৬% বন্যা মোকাবিলা – ০৬% রাস্তা – ০২% অন্যান্য – ০৮% খারাপ দিক নেই – ১৫% জানি না – ১১% ৫. সিপিএম কি আগামী লোকসভায় দ্বিতীয় হতে পারবে? হ্যাঁ – ১৩% না – ৬৫% জানি না – ২২% ৬. মোদী সরকারের কোন কাজ সব চাইতে ভালো লেগেছে আপনার? নোট বাতিল – ২৭% স্বচ্ছ ভারত – ০৭% জিএসটি – ০৪% অন্যান্য – ০৭% কোনো কাজ ভালো লাগেনি – ৩২% জানি না – ২৩% ৭. ২০১৯ এ কেন্দ্রে কে সরকার গড়বে? বিজেপি – ৩১% কংগ্রেস – ১৮% জোট সরকার – ০৭% এখনই বলা যাচ্ছে না – ২৪% জানি না – ২০% ৮. রাজ্যে কি ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখে দিতে পারবে বিজেপি? হ্যাঁ – ২৬% না – ৬৭% জানি না – ০৭% ৯. প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? নরেন্দ্র মোদী – ৩১% মমতা বন্দ্যোপাধ্যায় – ৩৪% রাহুল গান্ধী – ০৭% সূর্যকান্ত মিশ্র – ০৭% বুদ্ধদেব ভট্টাচার্য – ০৪% অন্যান্য – ০৫% জানি না – ১২% আপনার মতামত জানান -