এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের পরদিন পুলিশের সঙ্গে ঝামেলায় সুকান্ত, নিজের জেলায় খেলা জমালেন সাংসদ!

ভোটের পরদিন পুলিশের সঙ্গে ঝামেলায় সুকান্ত, নিজের জেলায় খেলা জমালেন সাংসদ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনের দিন যে সন্ত্রাস হয়নি, এই কথা মানতে পারবে না আট বছরের ছোট বাচ্চাও। সকলেই জানে, নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ মানুষের মৃত্যু এবং সন্ত্রাস হয়েছে, তা সত্যিই বাংলার ইতিহাসে খুব বেদনাদায়ক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তবে নির্বাচন শেষ হলেও শাসকদলের সন্ত্রাস থামছে না। বিরোধীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের ওপর হামলা এবং বোমাবাজি চলছে। আর এই পরিস্থিতিতে নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের তপনে হজরতপুরে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন সন্ত্রাসের অভিযোগ নিয়ে তপনের হজরতপুর এলাকায় যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই গ্রামবাসীরা তার কাছে সন্ত্রাসের অভিযোগ জানান। আর তারপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। শুধু তাই নয়, এই কেন্দ্রে নতুন করে ভোট করতে হবে বলেও দাবি করেন তিনি।বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ দিনাজপুর জেলা শান্তিপ্রিয় জেলা। কিন্তু সেখানেও এবারের নির্বাচনে সন্ত্রাস হয়েছে। গঙ্গারামপুর থেকে শুরু করে তপনের মতো এলাকায় ভোটের পরেও উত্তেজনা থামছে না। তাই সেই তপনের হজরতপুর এলাকায় গিয়ে পুলিশের চোখে চোখ রেখে এলাকায় শান্তি ফেরানোর দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি। জানিয়ে দিলেন, এখানে আবার পুর্ননির্বাচন করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!