এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লাভ জিহাদের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ, সম্প্রীতির বার্তা দেয় তৃণমূল, উদাহরণ অভিষেকের বিয়ে

লাভ জিহাদের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ, সম্প্রীতির বার্তা দেয় তৃণমূল, উদাহরণ অভিষেকের বিয়ে


দীর্ঘদিন ধরেই কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর লোকসভা নির্বাচন যতই এগিয়ে এসেছে, ততই সেই সাম্প্রদায়িক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে নিজের বিরোধীতার সুর চওড়া করেছেন তিনি। আর এবার লাভ জিহাদের প্রসঙ্গ টেনে সপ্তম তথা শেষ দফার নির্বাচনী প্রচারের আগে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি অভিযোগ করেন, উত্তরপ্রদেশে বিজেপি সরকার সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। কাউকে প্রেম পর্যন্ত করতে দেওয়া হয় না।

প্রেমের ক্ষেত্রে যে তিনি উদার তার প্রমান হিসাবে তিনি বলেন , আমি এক সময় আমার ভাইয়ের বউকে বলেছিলাম তোর যদি কখনো প্রেম করতে ইচ্ছে করে কারোর সঙ্গে, তুই করে নিস, আমার কোন অসুবিধা নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই তিনি বলেন, “আমাদের পরিবারে সর্ব ধর্ম, সব বর্ণ আছে। যে যার ধর্ম পালন করে। কেউ কারও সাথে ঝামেলা করে না। অভিষেক প্রেম করে বিয়ে করেছে। ওর স্ত্রী পাঞ্জাবি মেয়ে। বাংলাও জানে না। কিন্তু তাকে সব সময় হেনস্থা করা হচ্ছে। আচ্ছা আপনারাই বলুন প্রেম করতে গিয়ে কি কেউ বাবা মার নাম পরিচয় জিজ্ঞাসা করে! আমি জানি অভিষেকের স্ত্রী লোভী নয়। কিন্তু ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কিছুদিন আগেই বিমানবন্দরে সোনা কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম জড়িত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। যা নিয়ে উত্তাল হতে দেখা যায় রাজ্য রাজনীতিকে। আর এদিন পরোক্ষে সেই প্রসঙ্গ তুলে ধরে বিজেপি ভেদাভেদ করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল নেত্রী বলেন, “এই বিজেপি সরকার কি ডেঞ্জারাস। ছোট ছোট ভাই বোনেরা একটু গল্প করে প্রেম করে তাদের গ্রেফতার করে নিয়ে চলে যাচ্ছে। এরপরে মমতা বলেন ছোট ছোট মেয়েরা ঘুরবে না তো কি করবে।ছেলেদের কি কোনো মেয়ে বন্ধু থাকতে পারে না! মেয়েদের কি কোনো ছেলে বন্ধু থাকতে পারে না! তাদের দোষ কি!কোনো বিষয় মনের দরজা বন্ধ করা উচিত না। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে উদারতা দেখাতে হয়।”

সব মিলিয়ে এবার লাভ জিহাদের প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে সম্প্রীতির বার্তা দেওয়ার মরিয়া চেষ্টা করলেন তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!