এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের কৃষক মৃত্যুর খতিয়ান সামনে আসতেই বড়সড় চাপের মুখে কেন্দ্রীয় সরকার

দেশের কৃষক মৃত্যুর খতিয়ান সামনে আসতেই বড়সড় চাপের মুখে কেন্দ্রীয় সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছু সময় ধরে কেন্দ্রীয় সরকারকে তীব্র অস্বস্তিতে ফেলে জাতীয় কৃষি আন্দোলন চলছে। মূলত তিনটি কৃষি আইনের প্রতিবাদে চলছে দিল্লির রাজপথে কৃষক বিক্ষোভ। এই কৃষি আন্দোলনকে সমর্থন করে দেশের বিভিন্ন স্তর থেকে ইতিমধ্যেই আওয়াজ উঠেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অস্বস্তি আরও কয়েকগুণ বাড়িয়ে তুলে এবার দেশের কৃষকদের প্রাণহানির তথ্য বাইরে এল। দিল্লির কৃষক আন্দোলন চলছে প্রায় তিন মাসের কাছাকাছি। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের অনড় মনোভাব আইন বাতিলের ক্ষেত্রে। অন্যদিকে কৃষকরাও জানিয়ে দিয়েছে, আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা দিল্লির রাজপথ ছাড়বেনা।

এই অবস্থায় জানা যাচ্ছে, একটানা তিন মাস আন্দোলনের জেরে এখনো পর্যন্ত প্রায় 248 জন প্রতিবাদী কৃষক প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই পাঞ্জাবের কৃষক বলে জানা যাচ্ছে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সংযুক্ত কিষান মোর্চা বা এসকেএম। খুব স্বাভাবিকভাবেই এই তথ্য কেন্দ্রীয় সরকারকে চাপের মুখে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, মৃত কৃষকদের মধ্যে শুধুমাত্র পাঞ্জাবেরই 202 জন কৃষক রয়েছেন। পাঞ্জাবের পরেই রয়েছে হরিয়ানা। সেখানকার 26 জন প্রতিবাদী কৃষক প্রাণ হারিয়েছেন দিল্লির রাজপথে। উত্তরপ্রদেশের 6 জন, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং উত্তরাখণ্ডের একজন কৃষক মারা গিয়েছেন। সূত্রের খবর, বেশিরভাগ কৃষকের মৃত্যুর কারণ হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার কারণ হিসেবে ওয়াকিবহাল মহল মনে করছে, ডিসেম্বর, জানুয়ারির দিল্লির ঠান্ডায় খোলা আকাশের নিচে একটানা আন্দোলনে বসে থাকা। পাশাপাশি তথ্যসূত্রে জানা যাচ্ছে, 2020 সালের 26 শে নভেম্বর থেকে 2021 এর 20 শে ফেব্রুয়ারি পর্যন্ত কৃষক আন্দোলনের মাঝে শুধুমাত্র পাঞ্জাবে 261 জন কৃষক আত্মহত্যা করেছেন। পাশাপাশি জানা যাচ্ছে, গোটা দেশে প্রতি সপ্তাহে গড়ে পাঁচজন করে কৃষক আত্মহত্যা করছেন এই আবহে। খুব স্বাভাবিকভাবেই এই তথ্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জাতীয় রাজনীতিতে। অন্যদিকে এখনো পর্যন্ত কৃষি আইন বাতিল নিয়ে কেন্দ্রীয় সরকার কোনরকম উৎসাহ দেখায়নি।

এই অবস্থায় কৃষক আন্দোলন যে আরো নিবিড় হচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকরা। পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক, তা নিয়ে কোন সন্দেহ নেই। পাশাপাশি দিল্লির রাজপথে চলতে থাকা কৃষি আন্দোলনের পাশে যেভাবে এসে দাঁড়াচ্ছেন সমাজের সমস্ত স্তরের মানুষ, তাতে কৃষকদের আন্দোলনের শক্তি আরো বেড়ে চলেছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে কৃষকদের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের কড়া আক্রমণের মুখে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় কৃষক আন্দোলন ঠেকাতে কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা গ্রহণ করে, সে দিকেই চোখ রয়েছে সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!