এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘মাছে ভাতে বাঙালি’ মুখ্যমন্ত্রীর ‘মায়ের রান্নাঘর’ প্রকল্পের পাল্টা প্রকল্প বিজেপির

‘মাছে ভাতে বাঙালি’ মুখ্যমন্ত্রীর ‘মায়ের রান্নাঘর’ প্রকল্পের পাল্টা প্রকল্প বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে, যেমন বুনো ওল, তেমনি বাঘা তেতুল। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জনতা জনার্দনকে খুশি করতে ৫ টাকায় ডিম ভাত খাওয়াবার ব্যবস্থা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্র মানুষদের স্বল্পমূল্যে পেট ভরে খাবার দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর, মায়ের রান্নাঘর প্রকল্প চালু করা হয়। যেখানে ৫ টাকায় পাওয়া যায় ডিম্-ভাত। এবার এর পাল্টা হিসেবে বিজেপি এনেছে মাছে ভাতে বাঙালি প্রকল্প। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে দরিদ্র মানুষদের মাছ ভাত খাওয়ানো হবে।

আজ সোমবার পূর্ব মেদিনীপুরের এগরায় মাছে ভাতে বাঙালি প্রকল্প চালু করল বিজেপি। আজ সোমবার এগরার পানিপারুলে আলু ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি সহযোগে দারিদ্র মানুষদের মধ্যাহ্নভোজন করালো বিজেপি নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পূর্ব মেদিনীপুরের এগরার এক একটি এলাকায়, এক একদিন এভাবে বিনামূল্যে দরিদ্র মানুষদের মধ্যাহ্নভোজ করানো হবে। এর আয়োজন করলেন বিজেপি নেতা বিদেশ পাত্র ও কনিষ্ক পণ্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য চালু করা হয়নি। এতে ৫টাকা যে নেওয়া হয়, তা খাবারের দাম হিসেবে নেওয়া হয় না। এতে যারা কাজ করছেন, তাদেরকে সেই টাকা দেয়া হয়। তিনি জানালেন, ৫ টাকায় ডিম ভাত পেয়ে বহু মানুষ সেখানে খেয়ে বাঁচতে পারছেন। বিজেপির পুরোটাই ধোঁকাবাজি বলে কটাক্ষ করলেন তিনি।

অন্যদিকে বিজেপির মাছে-ভাতে বাঙালি প্রকল্প সম্পর্কে বিজেপি নেতা বিদেশ পাত্র জানান যে, সকালে চায়ে পে চর্চার পাশাপাশি দুপুরে মধ্যাহ্নভোজের চর্চা শুরু হচ্ছে। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী ৫ টাকার ডিম্ ভাত খাওয়াচ্ছেন, আর তাঁরা কোন টাকা না নিয়েই গরীব সাধারন মানুষকে মাছ ভাত খাওয়াবেন। তিনি জানালেন, মাছ, ভাত বাঙালির খাদ্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। এছাড়া আগে বাঙালির একটা আড্ডা দেবার সংস্কৃতি ছিল।

আগে চায়ের কাপে বাঙালি তুফান তুলত। বহু রকমের আলোচনা সেখানে চলতো । রাজনীতির আলোচনাও বাদ যেত না। কিন্তু এখন আর সেই আড্ডা দেখা যায় না। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল সরকারের আমলে প্রকাশ্যে রাজনীতির বিষয়ে কথা বলতে ভয় পান সাধারণ মানুষ। তাই এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনা হবে। অন্যদিকে, এ প্রসঙ্গে কনিষ্ক পন্ডা জানালেন যে, রাজ্য সরকারের ৫ টাকায় ডিম্-ভাত কর্মসূচি ভোট পর্যন্তই চলবে। কিন্তু তাঁরা সর্বদা এভাবে মানুষের পাশে দাঁড়াবেন। একেক দিন একেক জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!