এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শীর্ষ পুলিশকর্তার স্বেচ্ছাবসর! গেরুয়া শিবিরের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা

মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শীর্ষ পুলিশকর্তার স্বেচ্ছাবসর! গেরুয়া শিবিরের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বছর শেষে শুরু হতে চলেছে জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। জানা যাচ্ছে, এ বছরের শেষেই হয়তো বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ স্থির হতে চলেছে। তবে বিহার বিধানসভার নির্বাচন নিয়ে বর্তমানে বেশ জল্পনা চলছে সর্বত্র। সূত্রের খবর, এবার বিহার পুলিশের ডিজিপি মুখ্যমন্ত্রীর বদান্যতায় নামতে পারেন বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করতে। আর সেহেতু ডিজিপি ইতিমধ্যে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন।

বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে বরাবরই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অতি ঘনিষ্ঠ বলে শোনা যায়। বিহারে রাজনীতির অলিতে গলিতে কান পাতলে শোনা যায়, নীতীশ কুমারের গুড বুকে থাকার জন্যই গুপ্তেশ্বর পান্ডে বিহার পুলিশের ডিজিপি হয়েছেন। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মহারাষ্ট্র সরকারের সঙ্গে তিনি রীতিমত চরম বিরোধিতায় নেমেছিলেন। তাঁর নেতৃত্বেই বিহার পুলিশের একটি দল জোর করে মুম্বাই গিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে। বলা যেতে পারে, গুপ্তেশ্বর পান্ডে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে বড় ভূমিকা গ্রহণ করেছেন। তবে জানা যাচ্ছে, গুপ্তচর পান্ডে এর আগেও রাজনীতিতে নামার ইচ্ছা প্রকাশ করেছিলেন 2014 সালে। কিন্তু তখন বিহারের মুখ্যমন্ত্রী তাকে টিকিট দেননি। তবে এবার গুপ্তেশ্বর পান্ডে বক্সারের কোনো একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন বলে জানা যাচ্ছে।

আর সেই জন্যই তিনি ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র বিহারের স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়ে দিয়েছেন বলে খবর। যদিও এই পুরো ব্যাপারটি নিয়ে এখনো পর্যন্ত নিশ্চুপ রয়েছেন গুপ্তেশ্বর পান্ডে। তবে তিনি ভোটে দাঁড়ালে রাজনৈতিক মহলে যে আলোচনার ঝড় বয়ে যাবে, সে ব্যাপারে তিনি যথেষ্ট অবহিত আর তাই হয়তো তিনি চুপ থাকছেন বলে মনে করা হচ্ছে। আপাতত বিহার বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। এবার বিহার বিধানসভা নির্বাচনে নেমে গুপ্তেশ্বর পান্ডে এনডিএর ভোট বাক্স ভরাতে পারেন কিনা, সে দিকেই লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!