এখন পড়ছেন
হোম > জাতীয় > তৈরি হলো ব্যাড ব্যাংকের রক্ষাকবচ! বিপুল পরিমাণ অর্থের অনুমোদন কেন্দ্রীয় অর্থদপ্তরের !

তৈরি হলো ব্যাড ব্যাংকের রক্ষাকবচ! বিপুল পরিমাণ অর্থের অনুমোদন কেন্দ্রীয় অর্থদপ্তরের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   কেন্দ্রীয় অর্থ দফতরের পক্ষ থেকে  কেন্দ্রীয় সরকারের পূর্ব প্রস্তাবিত  ‘ব্যাড ব্যাঙ্ক’ এর যাত্রা শুরু করে দিল । আজ বৃহস্পতিবার এই প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন   ”কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরের জন্য ব্যাড ব্যাঙ্ক (ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি বা এনএআরসিএল) -কে  একত্রিশ হাজার কোটি টাকার গ্যারান্টি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।” ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ গতবছর  একটি সম্পদ পুনর্গঠন সংস্থা গড়ে তোলার মাধ্যমে অনুৎপাদক সম্পদ উদ্ধার করে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যাতে নিজের হিসেবের খাতা পরিষ্কার করতে পারে তার জন্য  কেন্দ্রের কাছে একটি প্রস্তাব দিয়েছিল । যার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রকের দপ্তর থেকে ব্যাংকের কর্মসূচিকে বাস্তবায়িত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে । আর আজ এই প্রস্তাবের অনুমোদন পেলো ‘ব্যাড ব্যাঙ্ক’ এর জন্য । আজ এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান  ”কেন্দ্রীয় মন্ত্রিসভা এনএআরসিএল-এর সুরক্ষা প্রাপ্তি (এসআর) সংক্রান্ত গ্যারেন্টার হওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।” অর্থ মন্ত্রকের জানান যে বিভিন্ন ব্যাংকের এনপিএ কিনে নিয়ে এসে ঋণ উদ্ধার কিংবা বিক্রি চেষ্টা করবে ব্যাংক বা এন আর সি এল এতে ব্যাঙ্কগুলি হিসেবের খাতা যেমন পরিষ্কার হবে তেমনি উদ্ধার হবে অনাদায়ী ঋণের একটি বিরাট অংশ ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!