এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নিয়ে আতঙ্ক বাড়লো রাজ্যে,বিশেষ উদ্বেগের তালিকায় 4 শহর! রয়েছে কলকাতা!

করোনা নিয়ে আতঙ্ক বাড়লো রাজ্যে,বিশেষ উদ্বেগের তালিকায় 4 শহর! রয়েছে কলকাতা!

করোণা মোকাবিলায় প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার যথাসাধ্য উদ্যোগ নিচ্ছে। মহামারীর এই পরিস্থিতিতে যাতে এই ভাইরাসকে আটকানো যায়, তার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। তবে এখনও পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক না পাওয়ায় একমাত্র সম্বল লকডাউন। 21 দিনের লকডাউন শেষে টানা 19 দিনের লকডাউনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আশা করা হচ্ছে, এর ফলে পরিস্থিতি অনেকটাই আয়ত্তে আসবে। কিন্তু যত দিন যাচ্ছে, ততই বেগতিক হচ্ছে পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে মৃত্যুসংখ্যা। আর এবার করোনা ভয়াবহতার মধ্যে দেশের চার মহানগরকে বিশেষভাবে উদ্বেগ বলে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যার মধ্যে নাম রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার।

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, মুম্বাই, পুনে, জয়পুর কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থানে করোনা সংক্রমনের প্রভাব অত্যন্ত বেশি। আর এই সমস্ত জায়গায় করোনা বৃদ্ধি পাওয়ার পেছনে সেখানে লকডাউন ঠিকমত মানা হচ্ছে না বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিশেষভাবে উদ্বেগ শহরের মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা থাকায় এখন তীব্র আতঙ্ক তৈরি হয়েছে বাংলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি স্থানকে বিশেষভাবে উদ্বেগ বলে জানিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলা করতে 6 টি দল গঠন করা হয়েছে। যারা এই চারটি রাজ্যে গিয়ে সমস্ত ব্যাপার খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল আসছে। আর এই দুই দলের পাঁচজন করে সদস্য থাকবেন। তবে যে সমস্ত রাজ্য এবং শহরকে বিশেষভাবে উদ্বেগ বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার, সেখানে লকডাউন যে একদমই মানা হচ্ছে না, তা কার্যত স্পষ্ট হয়ে গেছে কেন্দ্রের কাছে।

ইতিমধ্যেই প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের সঙ্গে কথা বলায় সময় ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “এত বার বলা সত্ত্বেও বেশ কয়েকটি রাজ্যে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সহ প্রথম সারিতে কাজ করা করোনা যোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে। কোথাও আবার সামাজিক দূরত্বকে মানাই হয় না। করোনা সংক্রমণ রোধ করতে গেলে এই সবকিছু বন্ধ করতে হবে। লকডাউনের সময় নিয়ম সঠিকভাবে মেনে চলতে হবে।”

ফলে এখন বিশেষভাবে উদ্বেগ শহরের মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা থাকায় বাংলার ক্ষেত্রে যে খুব একটা চিন্তামুক্ত নয় কেন্দ্রীয় সরকার, তা এই ঘটনাতেই প্রমাণিত হয়ে গেল বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!