এখন পড়ছেন
হোম > জাতীয় > উদ্বোধন হলো সেন্ট্রাল ডিফেন্সের নতুন অফিস! সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অন্তর্ঘাত নিয়ে ক্ষোব প্রকাশ মাননীয় প্রধানমন্ত্রীর !

উদ্বোধন হলো সেন্ট্রাল ডিফেন্সের নতুন অফিস! সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অন্তর্ঘাত নিয়ে ক্ষোব প্রকাশ মাননীয় প্রধানমন্ত্রীর !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ বৃহস্পতিবার  দিল্লির প্রতিরক্ষা মন্ত্রকের একটি নতুন অফিস উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যদিও এই সেন্ট্রাল ভিস্টা  প্রকল্পের বিরোধিতা করে  তীব্র সমালোচনার সুর চড়িয়েছিল বিরোধিরা  । জানানো হয়েছিল  সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের জন্য খরচ হবে মোট কুড়ি হাজার কোটি টাকা মত । বিরোধীদের দাবি ছিল দেশে এক দিকে করোনা মহামারি চলছে যার ফলে দশের মানুষ কে দিন কাটাতে হচ্ছে আর্থিক সংকটের মধ্য দিয়ে । আর মাননীয় প্রধানমন্ত্রী প্রচুর অর্থ ব্যায় করছেন এই প্রকল্পে ।

আর আজ এই প্রসঙ্গে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের বিরোধীদের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী তিনি জানান এই প্রকল্প মাধ্যমে গড়ে উঠবে নতুন সংসদ ভবন ও কেন্দ্রীয় সরকারের একাধিক অফিস ও সেই সাথে নতুন করে তৈরি হবে নর্থ সাউথ ব্লক । যদিও নরেন্দ্র মোদী তিনি এই প্রকল্পের জন্য বলেছেন যে এই প্রকল্পের যারা বিরোধিতা করছেন তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে । বর্তমানে কেন্দ্রীয় সরকারের অফিসগুলো বর্তমানে যে অবস্থায় পড়ে রয়েছে তা নিয়ে কারো কোন মাথা ব্যথা নাই ।  এই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পকে অন্তর্ঘাত করতে চেয়েছেন  কিছু ব্যাক্তি তাদের  ব্যক্তিগত স্বার্থে , যারা ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছেন  । আরও বলেন যে  কেন্দ্রীয় মন্ত্রীরা এখন কি অবস্থায় কাজ করছেন সে কথা তারা বলছেন না তারা একবারও প্রতিরক্ষা দপ্তরের অফিসগুলোর কথা উল্লেখ করছেন না , সমালোচকরা যদি প্রতিরক্ষা দপ্তরের অফিস গুলির কথা উল্লেখ করেন তাহলে তাদের মিথ্যা ধরা পড়ে যাবে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও মাননীয় প্রধানমন্ত্রী এই  সেন্ট্রাল ভিস্টা প্রকল্পকে অত্যাবশ্যকীয় পরিষেবা বলে ঘোষণা করেন যার ফলে মোদি সরকারকে সমালোচনা করে বিরোধীপক্ষ তরফ থেকে । এদিন এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন অত্যাবশ্যকীয় পরিষেবার জন্য লকডাউন সত্ত্বেও এই প্রকল্পের কাজ চালানো গিয়েছে । এছাড়াও তিনি আরও উল্লেখ করেন  যে কেন্দ্রীয় সরকার দেশের সশস্ত্র বাহিনীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আর এই জন্যই সেন্ট্রাল দিল্লির কস্তুরবা নার্গ ও আফ্রিকা অ্যাভিনিউতে প্রতিরক্ষা দফতরের দু’টি কমপ্লেক্স তৈরি করা হয়েছে এখানে প্রতিরক্ষা মন্ত্রকের সাত হাজার কর্মী  থাকতে পারবেন। মোদি আরো বলেন “আশ্চর্যের ব্যাপার হলো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এতদিন পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের অফিস একই জায়গায় ছিল একসময় ঘোড়ার আস্তাবল হিসেবে এই কাঠামো গুলি তৈরি হয় আমি বরাবরই ভাবতাম এমন ভাঙাচোরা বিল্ডিংয়ের প্রতিরক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ অফিস থাকতে পারেনা” ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!