এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এনআরসিতেও দালাল-রাজ? বড়সড় আশঙ্কা শুভেন্দু অধিকারীর

এনআরসিতেও দালাল-রাজ? বড়সড় আশঙ্কা শুভেন্দু অধিকারীর


এনআরসি নিয়ে এবার বড়সড় মন্তব্য করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই এনআরসি নিয়ে বাংলায় আলোচনা চলছে। কিন্তু এই সমস্ত কিছুকেই গুজব বলে দাবি করছে সরকার পক্ষ। আর এই পরিস্থিতিতে সেই
এনআরসির জুজু দেখিয়ে ফয়দা লোটা দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি ভাবে আবেদন জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় নথিপত্র তৈরির নামে সেই দালাল চক্রের বাড়বাড়ন্তের কথা যে তার কানে এসেছে, এদিন রঘুনাথগঞ্জের ম্যকেঞ্জি ময়দানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্ধোধন করতে এসে তারই ইঙ্গিত দিয়ে গেলেন শুভেন্দুবাবু। এদিন তিনি বলেন, “মুর্শিদাবাদ জেলার মানুষ এনআরসি নিয়ে বিচলিত হয়ে সরকারি অফিসগুলোতে ছোটাছুটি করছেন। তার সুযোগ নিচ্ছেন দালালেরা। এটা বন্ধ হওয়া দরকার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিন রঘুনাথগঞ্জে সরকারি অনুষ্ঠান ছাড়াও দলীয় কর্মীদের নিয়ে স্থানীয় রবীন্দ্রভবনে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেও এই ব্যাপারে দলীয় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তিনি বলেন ‘‘এই ব্যাপারে মানুষের পাশে থাকতে হবে। সবরকম ভাবে তাঁদের সাহায্য করতে হবে। অন্য এলাকা থেকে এলেও জনপ্রতিনিধিরা যেন তাঁদের শংসাপত্র দিতে কোনও কার্পন্য না করেন।”

আর এজন্য মঞ্চে উপস্থিত সাংসদ ও মন্ত্রী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ও সাংসদ খলিলুর রহমানকে দেখিয়ে তিনি জানিয়ে দেন মানুষের যাতে কোন অসুবিধা না হয়। পাশাপাশি এই রবীন্দ্রভবনের সভা থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, “নিজের সংসদীয় এলাকায় নিজের অফিস খুলুন, প্রয়োজনে হোলটাইমার রাখুন। মানুষ যেন হয়রান না হয়। তার জন্য চোখ বন্ধ করে তাদের শংসাপত্র দিন। মানুষকে অবিশ্বাস করবেন না।’’ সবমিলিয়ে এনআরসিতে দালালরাজের কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!