এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুলিশমন্ত্রী মমতার কারণেই কি বিশৃঙ্খলা অভিষেকের কর্মসূচিতে? ব্যাপক চাপে তৃণমূল !

পুলিশমন্ত্রী মমতার কারণেই কি বিশৃঙ্খলা অভিষেকের কর্মসূচিতে? ব্যাপক চাপে তৃণমূল !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের পুলিশ প্রশাসনকে শুধুমাত্র দলীয় কাজে ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার এই অভিযোগ করতে দেখা গিয়েছে বিরোধীদের। শুধু তাই নয়, তাদের আরও দাবি, পুলিশের একটাই কাজ, বিরোধীদের মিটিং মিছিলে বাধা দেওয়া। এক সময় তো বিরোধীদের পক্ষ থেকে এই কথাও বলা হয়েছিল যে, রাজ্যের পুলিশ প্রশাসনের মেরুদন্ডটাই ভেঙ্গে দিয়েছেন পুলিশ মন্ত্রী। আর এবার যে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল, সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচিতে পুলিশের অকেজো মনোভাব নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

 

যেখানে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, অভিষেকবাবুর পিসি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ প্রশাসনকে কার্যত অকেজো করে দিয়েছেন। আর সেই কারণে একটা সামান্য ভোট বাক্সকে রক্ষা করতে পারছে না পুলিশ। সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে ছাপ্পা ভোট থেকে শুরু করে একাধিক বিশৃঙ্খলা নিয়ে অগ্নিমিত্রা দেবীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি বিধায়ক বলেন, “আসলে অভিষেকবাবুর পিসি গোটা পুলিশকে অকেজো করে দিয়েছেন। যার কারণে আজকে সেই পুলিশ একটা ভোটবাক্স পর্যন্ত রক্ষা করতে পারছে না।”

 

একাংশের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেটা একটা দলীয় কর্মসূচি। তিনি দলের নেতাকর্মীদের ভোট দিতে আহ্বান করেছেন আগামী দিনে পঞ্চায়েতের প্রার্থী কারা হবে, তা চয়ন করবার জন্য। কিন্তু সেই কর্মসূচিতে কেন পুলিশ ব্যবহার করা হবে, সেটাই একটা বড় প্রশ্নের বিষয়। আর যদিও বা পুলিশ নিরাপত্তার কারণে ব্যবহার করা হচ্ছে, তবে সেই পুলিশ কোথায় তাদের কার্যক্ষমতা দেখাতে পারছে! যদি তারা সঠিকভাবে কাজ করতে পারতো, তাহলে তো তৃণমূলের দলীয় ভোটে কিছুটা হলেও শৃঙ্খলা বজায় থাকত। কিন্তু যেভাবে তৃণমূল তাদের দলীয় ভোটে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও শৃঙ্খলা বজায় রাখতে পারছে না, তাতে রাজ্যের পুলিশ মন্ত্রীর দিকেই প্রশ্ন উঠছে বলে এই দাবি করছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!