এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, মন্ত্রী জাকির হোসেনের ওপর প্রাণঘাতী হামলার তদন্তের দায়িত্ব নিল কেন্দ্রীয় সংস্থা

Big Breaking, মন্ত্রী জাকির হোসেনের ওপর প্রাণঘাতী হামলার তদন্তের দায়িত্ব নিল কেন্দ্রীয় সংস্থা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১৭ ই ফেব্রুয়ারি রাতে কলকাতা যাবার ট্রেন ধরার জন্য যখন নিমতিতা স্টেশনে এসেছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, সেসময় অকস্মাৎ প্লাটফর্মে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হন মন্ত্রী জাকির হোসেন সহ ২০ জন তৃণমূল কর্মী। এই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরে। ঘটনার তদন্ত শুরু করে দেয় সিআইডি ও রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এবার এই ঘটনার তদন্তে নামছে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

ইতিপূর্বে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তের দায়িত্বভার নিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এবার নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্তের দায়িত্ব গ্রহণ করল এই কেন্দ্রীয় সংস্থা। সম্প্রতি, রাজ্যের মন্ত্রীর উপরে বিস্ফোরণ ঘটার পর বিস্ফোরণস্থল পর্যবেক্ষণ করে এনআইএ। এরপর স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠানো হয়। রিপোর্টে দেখানো হয়েছে যে, বিস্ফোরণের ফলে প্রায় সাড়ে তিন ফুট গর্ত তৈরি হয়েছে। আবার, এর পাশাপাশি একাধিক গর্ত তৈরি হয়েছে। এরপর, সমস্ত কিছু বিবেচনা করে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হলো এনআইএকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে, সিআইডি ও রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট এই ঘটনার তদন্ত শুরু করেছিল। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর ওপর যেভাবে প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে, এরপর এ বিষয়ে তদন্তের জন্য কেন্দ্রীয় সংস্থা এনআইএকে দায়িত্ব দেওয়াই সঠিক বলে মনে করেছে কেন্দ্রীয় সরকার। আবার এই বিস্ফোরণকাণ্ডে বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।

এই ঘটনায় বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর যোগ থাকতে পারে বলে, গোয়েন্দারা অনুমান করছেন। সম্প্রতি সাইদুল নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে । যার সঙ্গে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের পুরনো শত্রুতা আছে বলে, খবর এসেছে। কাজেই পুরনো শত্রুতা থেকেও মন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা হবার সম্ভাবনা আছে। আবার, একাধিক গোয়েন্দা আধিকারিকদের অনুমান, এই বিস্ফোরণের ঘটনা পুরোটাই ছিল পূর্বপরিকল্পিত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!