এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ডিভিশন বেঞ্চও ফেরালো পার্থকে, মহা বিপদে হেভিওয়েট মন্ত্রী!

ডিভিশন বেঞ্চও ফেরালো পার্থকে, মহা বিপদে হেভিওয়েট মন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি দুর্নীতি মামলায় আজই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সন্ধ্যা 6 টার মধ্যে সিবিআই দপ্তর উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আর তারপরেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। যার দিকে তাকিয়েছিলেন সকলে। তবে অবশেষে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

সূত্রের খবর, এদিন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে একটি আর্জি করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ বহাল রাখা হয়। যার ফলে সন্ধ্যা ছটার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই হাজিরা না দিলে তার আর কোনো উপায় নেই বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!