এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জুট কর্পোরেশনের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফা কি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত?

জুট কর্পোরেশনের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফা কি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর শুভেন্দু অধিকারীকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদ দেয়া হয়েছিল। আজ হঠাৎ এই পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর এই হঠাৎ ইস্তফায় তীব্র শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। ইতিপূর্বে একের পর এক পদ থেকে ইস্তফা দিয়ে তবেই বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের দাবি শুভেন্দু অধিকারীর এই ইস্তফা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত।

কারণ, দলীয় সূত্রে জানা যাচ্ছে যে, অল্প দিনের মধ্যে তিনি মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। এই কারণেই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যদিও এখনো তাঁর ইস্তফাপত্র গৃহীত হয় নি। তবে, চলতি সপ্তাহের মধ্যেই তা গৃহীত হয়ে যাবার সম্ভাবনা আছে। তবে, চমকের এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারী এবার নির্বাচনে লড়াই করতে পারেন নন্দীগ্রাম থেকেই।

এই নন্দীগ্রামেরই বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। আর এই নন্দীগ্রাম থেকেই এবার প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন মুখ্যমন্ত্রী এখান থেকে প্রার্থী হবার ঘোষণা করেছিলেন। সেদিনই তাঁকে পরাস্ত করবার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিতে চলেছে আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট।অর্থাৎ সংখ্যালঘু ভোট নিয়ে দেখা যাবে টানাপোড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনিতেই নন্দীগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের বসবাস। তাই বলা যায়, নন্দীগ্রাম রাজনীতির আলোচনায় আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নিতে চলেছে। প্রসঙ্গত, নন্দীগ্রামে গণ আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শুভেন্দু অধিকারী। তাই নন্দীগ্রাম থেকেই তাঁকে প্রার্থী করা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এদিকে, নন্দীগ্রামে রয়েছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ।

আগামী ৫ ই মার্চ নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করবে। আর ১২ ই মার্চের মধ্যে মনোনয়ন পর্ব শেষ করে ফেলতে হবে, বলে জানা যাচ্ছে। তাই ইতিমধ্যেই হলফনামা প্রস্তুত করে রেখেছেন শুভেন্দু অধিকারী। আর প্রথম দফায় মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে হতে চলেছে নির্বাচন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছিলেন যে, নির্বাচনে মেদিনীপুরে একেবারে মাটি কামড়ে পড়ে থাকবেন তিনি।

মেদিনীপুর থেকে তৃণমূলকে শুন্য করে দেবার ডাক দিয়েছেন তিনি। আর এই মেদিনীপুরই গোটা বাংলার কাছে নতুন দৃষ্টান্ত দেখাবে বলে জানিয়েছেন তিনি। আবার আগামী ৭ ই মার্চ ব্রিগেড সমাবেশ রয়েছে, তার জন্যও ব্যস্ত রয়েছেন শুভেন্দু অধিকারী। বস্তুত, বিজেপিতে যোগদান করে বিজেপির একজন অন্যতম প্রধান কর্মকর্তা হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পরিবর্তন ঘটাতে প্রবলভাবে তৎপর হয়ে উঠেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!