এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চিঠি কমিশনকে ! মমতার বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের অভিযোগে সরব বঙ্গ বিজেপি !

চিঠি কমিশনকে ! মমতার বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের অভিযোগে সরব বঙ্গ বিজেপি !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভবানীপুরে লড়াই যেন জমে উঠেছে  সমানে সমানে উভয় পক্ষই নাছড় বান্দা, সদ্য ঘোষণা হয়েছে এই উপনির্বাচনের আর শুরু ভবানীপুর দখলেরে লড়াই ।  যেখানে কোনো পক্ষই ভবানীপুরের এক ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছেড়ে দিতে রাজি নয়।  অভিযোগ এনেছে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে তবে এবারের অভিযোগ বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা ভবানীপুর নির্বাচন কেন্দ্রের তৃণমুল প্রার্থী বিরুদ্ধে । দেখাগিয়েছিল গত বুধবার গুরুদুয়ারায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর নেত্রীকে অনুসরণ করে প্রচুর  মানুষ ভিড় জমায়েত করেছিল । আর এটাকেই হাতিয়ার করে বিপক্ষ দল উঠেপড়ে লেগেছে যেখানে তাদের আভি্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোরনা বিধি লঙ্ঘন করেছেন ।

বিজেপির  ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ তিনি  আভিযোগ করেছেন বুধবার গুরুদুয়ারায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।আর নেত্রীকে অনুসরণ করে প্রচুর ভিড় জমায়েত করেছিল যাদের অনেকেরই  স্যানিটাইজার ও ম্যাক্স ব্যবহার করেনি , যার ফলে করনার বিধি-নিষেধ ভঙ্গ হয়েছে এমনটাই দাবি করে কমিশনকে চিঠি দিলেন । তিনি আরো দাবি করেন যে  গুরুদুয়ারাতে মুখ্যমন্ত্রী যাওয়ার দিন প্রচুর পরিমাণে জনসমাগম হওয়ার জন্য সাধারণ মানুষকে আসুবিধার  সম্মুখীন হতে হয়েছে সেই সাথে সাধারণ মানুষের ব্যাহত হয়েছে যান চলাচল । তৃণমূল নেতারা ইচ্ছাকৃতভাবেই প্রচারের আলোয় আসতে গণমাধ্যমকে সেখানে ব্যবহার করেছে যার ফলে প্রচুর ভিড় বেড়েছে  ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও চিঠিতে আরও আবেদন জানান যে আগামীতে যেন ভবানীপুর থেকে এই ধরনের জনসংযোগের অনুমতি দেওয়া না হয়  । যদিও করনা বিধি নিয়ে নির্বাচন কমিশনের থেকে একাধিক  নির্দেশ জারি করা হয়েছে। প্রসঙ্গত কয়েকদিন আগেই বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কার বিরুদ্ধে করনা বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছিল , যে মনোনয়ন জমা দিতে যাওয়ার দিন কমিশনের নির্দেশ অনুযায়ী 5 জনের সঙ্গে থাকার কথা তিনি সেই নিয়ম লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে তৃণমূল যার ফলে ভবানীপুর রিটার্নিং অফিসার বিজেপির প্রার্থীকে চিঠি দিয়ে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছিল । তবে  সজল ঘোষের চিঠির পরিপ্রেক্ষীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয় সেদিকে নজর সকলের ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!