এখন পড়ছেন
হোম > রাজ্য > নেত্রীর মুখে হাসি ফুটিয়ে ফের বিরোধী শূন্য জেলা পরিষদ গঠন তৃণমূলের

নেত্রীর মুখে হাসি ফুটিয়ে ফের বিরোধী শূন্য জেলা পরিষদ গঠন তৃণমূলের


এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বহু আসনেই বিরোধীদের চমকে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল। তা নিয়ে তাঁদের ঢাক ঢোল পিটিয়ে উল্লাস কিছু কম ছিল না। সবুজ আবীরের বন্যা বইয়ে দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সামনে আসার পর। তবে পঞ্চায়েতের বোর্ডগঠন কালে এরজন্য আইনি জটিলতার সম্মুখীনও হতে হয়েছিল তাঁদের। বিরোধীরা এর বিরুদ্ধে কেস করলে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল,বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গ্রাম পঞ্চায়ত,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনগুলোতে কোন বোর্ড গঠন করা যাবে না। তবে সময়ের সাথে সাথে সে সমস্যার গোড়াতেও ছাই দিয়েছে তৃণমূল। এবং ফের একবার বিরোধী শূন্য জেলা পরিষদের বোর্ড গঠন করে নিজেদের দাপট বুঝিয়ে দিল মা-মাটি-মানুষের দল। পশ্চিম মেদিনীপুরের বোর্ড গঠনকে কেন্দ্র করে এদিন তৃণমূলের উল্লাস ছিল দেখার মতো। রীতিমতো সবুজ আবীরে ছেয়ে গিয়েছিল এলাকা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জেলা সূত্রের খবর থেকে জানা গিয়েছে,পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের মোট ৬০ টি আসনের মধ্যে ৬০ টি আসনই এসেছে তৃণমূলের দখলে। নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় এদিন বোর্ডগঠন করল তৃণমূল। জেলা পরিষদের নতুন সভাধিপতি হিসাবে দেবব্রত দাসের নাম ঘোষণা করলেন সাংসদ শিশির অধিকারী। দেবব্রত বাবুর রাজনৈতিক জীবনের সূচনাই হয়েছে তৃণমূলের সেবা করে। এবার কাঁথি-১ ব্লক থেকে জয়ী হয়েছেন তিনি। গতবার জেলা পরিষদের মৎস এবং প্রাণী কর্মাধক্ষ্য ছিলেন তিনি। জেলা পরিষদের সহ-সভাপতি হয়েছে নন্দীগ্রাম থেকে নির্বাচিত শেখ সুফিয়ান। এদিন দুপুর ১ টা নাগাধ জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদের নাম ঘোষণার পর শপথবাক্য পাঠ করানো হয় সভাধিপতি-সহ সভাধিপতি সহ অন্যান্যদের। তারপর সম্পন্ন হয় বোর্ডগঠন প্রক্রিয়া। এদিন দুপুরে শপথগ্রহন অনুষ্ঠানে নবনিযুক্ত সভাধিপতি দেবব্রত দাস দলীয় কর্মীদের একতা বজায় রাখার উদ্দেশ্যে বলেন,”এখানে একা কেউ সভাধিপতি নন আমার ৬০ জন সদস্যের সকলেই সভাধিপতি। একসঙ্গে উন্নয়নের কাজ করব আমরা।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!