এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উলুবেড়িয়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার ফাইনাল ওপিনিয়ন পোল

উলুবেড়িয়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার ফাইনাল ওপিনিয়ন পোল


২০১৪ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে উলুবেড়িয়া লোকসভায় উপনির্বাচন আসন্ন। এবার সেখানে বহুমুখী লড়াই হতে চলেছে। এই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন চার প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন যথাক্রমে

১. তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ
২. বিজেপির অনুপম মল্লিক
৩. সিপিএমের সাবিরউদ্দিন মোল্লা
৪. কংগ্রেসের সেখ মোদাসের হোসেন ওয়ারসী

এছাড়াও অন্যান্য দল ও নির্দন প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন

১. সিমল সরেন – ইন্ডিয়ান ইউনিটি সেন্টার – মোমবাতি চিহ্ন
২. অমল বর্মন – নির্দল – টর্চ চিহ্ন
৩. কমল কৃষ্ণ মালিক – নির্দল – ব্যাটসম্যান চিহ্ন
৪. তাপস মন্ডল – নির্দল – শিকল চিহ্ন
৫. সঞ্জীব কর্মকার – নির্দল – ব্যাট চিহ্ন

গত সাতদিনে আমাদের পর্যবেক্ষক দল উলুবেড়িয়ার সাতটি বিধানসভা (উলুবেড়িয়া-পূর্ব, উলুবেড়িয়া-উত্তর, উলুবেড়িয়া-দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা এবং উদয়নারায়ণপুর) ঘুরে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে সেখানে আসন্ন উপনির্বাচনে কি ফল হতে পারে তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছে। এই সমীক্ষা কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে নয়, বরং উলুবেড়িয়াবাসী আসন্ন উপনির্বাচন নিয়ে কি ভাবছেন সেই জনমতের প্রতিফলনকে তুলে আনার চেষ্টা মাত্র। আমাদের করা কিছু বিশেষ প্রশ্ন ও সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতে উলুবেড়িয়ার সম্ভাব্য ফলাফলের আভাস নিম্নরূপ –

১. বর্তমান রাজ্য সরকার কেমন কাজ করছে?
খুব ভালো – ২০%
ভালো/আশানুরূপ – ২৩%
ভালো নয় – ৪৭%
জানিনা/বলতে পারব না – ১০%

২. রাজ্য সরকারের পরিবর্তন হওয়া কি দরকার?
হ্যাঁ – ৪৬%
না – ৪৪%
জানিনা/বলতে পারব না – ১০%

৩. রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান ?
মমতা বন্দ্যোপাধ্যায় – ৩৯%
মুকুল রায় – ১৯%
অশোক ভট্টাচার্য – ১৫%
শুভেন্দু অধিকারী – ১০%
অভিষেক বন্দ্যোপাধ্যায় – ৮%
দিলীপ ঘোষ – ৪%
অধীর চৌধুরী – ৩%
অন্যান্য – ২%

৪. এলাকায় উন্নয়ন করছে কে?
রাজ্য সরকার – ৪০%
কেন্দ্র সরকার – ৪০%
জানিনা/বলতে পারব না – ২০%

৫. রাজ্যের কর্মসংস্থান আশানুরূপ?
হ্যাঁ – ১৩%
ভালো হচ্ছে, কিন্তু আরো ভালো করতে হবে – ৩০%
না – ৪৭%
জানিনা/বলতে পারব না – ১০%

৬. রাজ্যের শিল্প পরিস্থিতি আশানুরূপ?
হ্যাঁ – ২০%
মোটামুটি – ১২%
না – ৫৭%
জানিনা/বলতে পারব না – ১১%

৭. এই নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট প্রভাব ফেলবে?
হ্যাঁ – ৩৩%
না – ৫২%
জানিনা/বলতে পারব না – ১৫%

৮. গত ৬ বছরে এলাকায় উন্নয়ন হয়েছে?
হ্যাঁ – ১৮%
মোটামুটি – ৩০%
না – ৪২%
জানিনা/বলতে পারব না – ১০%

৯. সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা এই নির্বাচনে প্রভাব ফেলবে?
হ্যাঁ – ৪২%
না – ৩৫%
জানিনা/বলতে পারব না – ২৩%

উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে সাম্ভাব্য ফলাফল –
তৃণমূল কংগ্রেস – ৪৬%
বামফ্রন্ট – ২৫%
বিজেপি – ২১%
কংগ্রেস – ৪%
অন্যান্য – ৩%
নোটা – ১%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!