এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অষ্টম দফার নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা, উত্তর কলকাতায় কড়া নজরদারী

অষ্টম দফার নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা, উত্তর কলকাতায় কড়া নজরদারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 8 দফা নির্বাচনের সর্বশেষ দফা হতে চলেছে আগামী 29 শে এপ্রিল। অর্থাৎ রাত পোহালেই এবারের মতন শেষ দফার ভোট। এবারের ভোট রয়েছে উত্তর কলকাতায়। তাই যেকোনো রকমের অশান্তি রুখতে নির্বাচন কমিশন তৎপর। উত্তর কলকাতার ভোট সম্পন্ন করতে ইতিমধ্যেই সেখানে 108 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। একইসাথে চল্লিশটি নাকা চেকিং তৈরী ক্রা হয়েছে। এদিকে উত্তর কলকাতার অশান্তি রুখতে কলকাতা পুলিশ বিশেষ নজর দিয়েছে। তবে সবমিলিয়ে যে জায়গাগুলি নিয়ে চিন্তা বাড়ছে কমিশন এবং পুলিশের সেগুলি হল- বেলেঘাটা, কাশিপুর, বেলগাছিয়া।

কয়েকদিন ধরেই  লাগাতার রাজনৈতিক সংঘর্ষ হয়ে চলেছে সেখানে। উত্তর কলকাতায় 29 টি থানা এলাকায় 547 টি ভোটকেন্দ্র থাকছে। 2083 টি বুথ তৈরি হয়েছে। সাতটি বিধানসভাকে ভাগ করা হয়েছে 98 টি সেক্টরে। আর এই গোটা এলাকা জুড়ে থাকছে কেন্দ্রীয় বাহিনীর নজর। পাশাপাশি ভোটের ময়দানে অশান্তি সামলাতে নামছে 6000 কলকাতা পুলিশ। যেসব জায়গা অতিরিক্ত সংবেদনশীল এবং উত্তেজনাপ্রবণ সেখানে রাখা হচ্ছে বিশেষ নজর। মোট 21 জন ডেপুটি কমিশনারের পদমর্যাদার পুলিশ আধিকারিক দায়িত্বে থাকছেন। রাস্তায় যুগ্ম পুলিশ কমিশনাররাও নামছেন। উত্তর কলকাতার জন্য থাকছে 87 আরটি ভ্যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে 29 টি, কুইক রেসপন্স টিম থাকছে নব্বইটি এবং হাজারটি বাইক থাকছে রাস্তায়। বিশেষ বাহিনীর প্রায় 100 টি টহলদারি গাড়িও নামছে। এছাড়াও হাওড়া ব্রিজে থাকছে নাকা চেকিং পয়েন্ট। এমনকি গঙ্গার প্রতিটি ঘাটে জল পুলিশ নজর রাখবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যেসব ভোটকেন্দ্রে একটি বুথ রয়েছে সেখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। যেখানে দুটি ও চারটি বুথ হয়েছে সেখানে 2 সেকশন কেন্দ্রীয় বাহিনী এবং যেখানে রয়েছে ন’টি বুথ, সেখানে 3 সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকছে বলে খবর। বেলেঘাটার দিকেও কড়া নজর রাখা হচ্ছে। কিছুদিন আগেই বেলেঘাটায় বোমা বিস্ফোরণ সংবাদ শিরোনামে আসে।

এ ছাড়াও মানিকতলা, উল্টোডাঙ্গা এলাকার বেশ কিছু পয়েন্টে বিশেষ নজরদারি চলছে। ট্যাংরা, তপসিয়া, মাঠপুকুর, এন্টালিসহ বেশ কিছু জায়গায় নজরদারি রয়েছে। এছাড়াও শিয়ালদা, বৌবাজার, বড়বাজার, এসপ্ল্যানেড এলাকার গেস্ট হাউস, হোটেলে কলকাতা পুলিশ নজরদারি চালাচ্ছে। সব মিলিয়ে অশান্তি আটকাতে ভালোমতনই ব্যবস্থা নেওয়া হয়েছে।  তবে গত সাতটি পর্বেও রাজনৈতিক অশান্তি আটকানোর সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও বিভিন্ন জায়গায় ভোটের দিন রাজনৈতিক সংঘর্ষের খবর সামনে এসেছে। তবে কমিশন আপাতত শেষ দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে করার দিকে মরিয়া কমিশন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!