এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার চোখে চোখ রেখে লড়াই, সংখ্যালঘু ভোটে ফাটল ধরাতে বড় সিদ্ধান্ত নওশাদের!

মমতার চোখে চোখ রেখে লড়াই, সংখ্যালঘু ভোটে ফাটল ধরাতে বড় সিদ্ধান্ত নওশাদের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা নির্বাচনের কারণে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বদলাচ্ছে বাংলার রাজনৈতিক সমীকরণ। সংখ্যালঘু ভোটকে তৃণমূল নিজেদের সম্পত্তি বলে মনে করে। কারন এই ভোট যদি তারা না পায়, তাহলে তাদের পক্ষে বাংলায় ক্ষমতায় থাকায় সম্ভব হবে না। কিন্তু আইএসএফের বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকী বিধানসভায় যাওয়ার পর থেকেই এই সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তার ভাঁজ তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে। আর এই পরিস্থিতিতে বামেরা বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সঙ্গে কুস্তি করলেও দিল্লিতে আবার গিয়ে একসঙ্গে বসে ফিসফ্রাই খাচ্ছে। যা নিয়ে কটাক্ষ করেছে শুভেন্দু অধিকারী। আর এবার সেই বামেদের সঙ্গে জোটে না গিয়ে পৃথকভাবে বাংলায় লড়াই করার সিদ্ধান্ত নিল আইএসএফ। ইতিমধ্যেই সেই কথা জানিয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। আর তার এই বক্তব্যের পরেই তৃণমূল কার্যত চোখে সরষে ফুল দেখতে শুরু করেছে।

প্রসঙ্গত, এদিন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তিনি জানিয়ে দেন যে, তিনি জোট চেয়েছিলেন। কিন্তু বামেরা জোট চাইছে না। সেই কারণে তারা পশ্চিমবঙ্গে এই লোকসভা নির্বাচনে এককভাবে লড়াই করবে। একাংশ বলছেন, আইএসএফের এই সিদ্ধান্তের ফলে তৃণমূলের সংখ্যালঘু ভোটে চরম ফাটল ধরতে পারে। আর দিনের শেষে ভোট ভাগাভাগির সমীকরণে অনেক আসনে তৃণমূল যেমন পরাজিত হবে, ঠিক তেমনই জয়লাভ করার সম্ভাবনা বাড়বে ভারতীয় জনতা পার্টির। তাই আইএসএফের একা লড়ার সিদ্ধান্ত সমস্যায় ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!