এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাইপো সর্বস্ব জীবন নয়! অন্য ধাতুতে তৈরি মোদী, কবে শিখবেন বাংলার পিসি?

ভাইপো সর্বস্ব জীবন নয়! অন্য ধাতুতে তৈরি মোদী, কবে শিখবেন বাংলার পিসি?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুধুমাত্র ভাইপোর জন্য সব কিছু আত্মত্যাগ করে দিচ্ছেন পিসিমণি। আর সেটা করতে গিয়ে তার দলের যে অনেক গুরুত্বপূর্ণ নেতা বিরোধী শিবিরে নাম লেখাচ্ছেন, সেই দিকে তাঁর কোনো খেয়াল নেই। কিন্তু ভাইপোকে খুশি রাখতে হবে, ভাইপোকে সব দিতে হবে, এটাই তার প্রধান এজেন্ডা। তবে বাংলার পিসি কবে দেশের প্রধানমন্ত্রীকে দেখে শিক্ষা নেবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাংলায় এসে কোচবিহারের নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী যে কথা বলে গেলেন, তারপর তার থেকে অন্তত কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করা উচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। অন্তত তেমনটাই দাবি করছে বিজেপি।

প্রসঙ্গত, এদিন কোচবিহারের সভা থেকে বড় বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমার ভারত আমার পরিবার।” আর মোদীর মুখ থেকে এই কথা শুনেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। একাংশ বলছেন, এই শিক্ষা যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিতেন, তাহলে পশ্চিমবঙ্গের এই অবস্থা হতো না। ভাইপো সর্বস্ব সবকিছু তার। সেই কারণে পরিবারবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার দলের আজকে বাংলায় এই শোচনীয় দশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর মত যদি আত্মত্যাগ করতেন, যদি বাংলা তার কাছে সবার আগে হত, তাহলে তিনি ভাইপো সর্বস্ব এই সমস্ত কাণ্ডকলাপ করতে পারতেন না। তাই সময় থাকতে থাকতে নিজের রাজনৈতিক বিনাশ দেখার আগে পরিবারবাদের বাইরে বেরিয়ে এসে মোদীর কাছ থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন পিসিমণি বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!