এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বনমন্ত্রীকে বিজেপিতে যোগদানের আহ্বান শুভেন্দু অধিকারীর

বনমন্ত্রীকে বিজেপিতে যোগদানের আহ্বান শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ না করলেও দলের যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এক মাসেরও বেশি সময় ধরে দলের একাংশের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন তিনি। তাঁর ক্ষোভ দূর করতে তাঁর সঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বৈঠক করেছেন। কিন্তু তাতেও তাঁর ক্ষোভ কতটা দূর হয়েছে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গতকাল আবার তিনি ক্ষোভ প্রকাশ করলেন ফেসবুক লাইভে। এরপরই তাঁকে বিজেপিতে যোগদানের আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী।

গতকাল ফেসবুক লাইভে বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, তিনি এখনও ধৈর্য ধরে আছেন, ধৈর্য তিনি হারাননি। পদের মোহ তাঁর নেই। মানুষের জন্যই তিনি কাজ করতে চান। ফেসবুক লাইভে এমন বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আকার ইঙ্গিতে এটাও বুঝিয়ে দিয়েছেন যে, দলের প্রতি তিনি যে যথেষ্ট ক্ষুব্ধ। তিনি জানিয়েছেন, ভালোভাবে কাজ করতে গেলে দলের বেশ কিছু নেতা ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছেন। ভালো কাজ করতে গেলে বারবার বাধা দেয়া হচ্ছে তাকে। তিনি উন্নয়নের কর্মী হিসেবে কাজ করতে চান। এমন উন্নয়ন তিনি চান, যেখানে কোনো ফাঁক না থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বনমন্ত্রীর এই বক্তব্যের পর গতকাল চন্দ্রকোনার সভা থেকে তাঁকে বিজেপিতে যোগদানের আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। গতকাল চন্দ্রকোনার খেজুরডাঙ্গার সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, তিনি বাধাপ্রাপ্ত হয়ে বেরিয়ে এসেছেন তৃণমূল দল থেকে। বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়েরও উচিত, তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা। যারা কর্মচারী হয়ে থাকতে চান না, তাদের সকলকেই বেরিয়ে আসার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। গতকাল এর সঙ্গে সঙ্গেই তীব্র কটাক্ষ করলেন তিনি তাঁর পূর্ব দলকে।

গতকাল চন্দ্রকোনার সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড একসময় উঠে গিয়েছিলো। তখন পাওয়া যেত না দরজা খোলার লোক। সেসময় তোলাবাজ ভাইপোকে কেউ দেখতে পায়নি। তখন তিনি পার্টি অফিস খুলে বসার কথা বলেছিলেন। তিনি জানান, তৃণমূল একটা কোম্পানি। সেখানে থাকতে পারবেন না তিনি। এ কারণে তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে।

এরপর বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি জানালেন যে, তাঁরও বিজেপিতে যোগ দেওয়া উচিত। তিনি জানালেন, তিনি বাধাপ্রাপ্ত হয়ে বেরিয়ে এসেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়েরও বেরিয়ে আসা উচিত এই দল থেকে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। আর কিছুদিনের মধ্যেই দলের একটা বড়সড় উইকেট পড়ার আশঙ্কায় প্রহর গুনছে শাসকদল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!