এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘জীবন দিতেও রাজি আছি।’ – মমতা ! কেন বললেন জেনে নিন

‘জীবন দিতেও রাজি আছি।’ – মমতা ! কেন বললেন জেনে নিন

এন আর সি ও সি এ এর বিরোধিতায় টানা লড়াই চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার রাজপথে নেমে তিনি এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ মিছিল থেকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিজেপি নেতৃত্ব তাঁদের নাগরিকত্ব দেওয়ার নাম করে রীতিমতন ফাঁদে ফেলছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন যা নিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন এর প্রতিবাদে গর্জে উঠলেন মমতাবালা ঠাকুর। বিজেপির বিরুদ্ধে তিনি প্রতিবাদে ফুঁসে উঠলেন।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এদিন পথে নেমেছিলেন মতুয়াবাড়ির সদস্য তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে এদিন প্রতিবাদ মিছিল করেন মমতাবালার নেতৃত্বাধীন মতুয়ারা। এই প্রতিবাদ মিছিল থেকেই মতুয়া বাড়ির সদস্য গর্জে ওঠেন এই বলে, ‘জীবন দিতেও রাজি আছি।’ অন্যদিকে, এই প্রতিবাদ মিছিল থেকেই দাবি ওঠে ‘নিঃশর্তভাবে নাগরিকত্ব চাই।’ এর সাথে সিএএ ইস্যুতে মতুয়া বাড়ির আরেক সদস্য তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এর বিরুদ্ধে সোচ্চার হন এদিন মমতা বালা ঠাকুর।

এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় মমতা বালা ঠাকুর বলেন, ”কেন্দ্রের আইনের বিরুদ্ধে আমাদের মিছিল। ১৬ বছর ধরে আমাদের অনুপ্রবেশ করে রাখা বয়েছে। আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এতবছর ধরে ভোট দিচ্ছি আমরা। তারপরও আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? এই আন্দোলন চালিয়ে যাব। জীবন দিতেও রাজি আছি”। অন্যদিকে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ঠাকুর এর বিরুদ্ধে মমতা বালা ঠাকুর বলেন ”উনি মতুয়াদের অপমান করছেন। বনগাঁর সাংসদ হয়ে ঠাকুরবাড়িকে অপমান করছেন”।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে মতুয়াদের নিয়ে দুই পক্ষ অর্থাৎ তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দল রাজনৈতিক আসরে নেমেছেন। সম্প্রতি বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের হয়ে বলেন, ”মতুয়ারা নাগরিকত্ব পাবেন বলে নাকি মমতা বাধা দিচ্ছে! এসব কথা বলা হচ্ছে। মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড গড়েছেন মমতা। মতুয়া কলেজ-বিশ্ববিদ্যালয় মমতা গড়েছে। ৩০ বছর বড়মার চিকিত্‍সার খরচ বহন করেছে এই মমতা। মতুয়ারা এ দেশের নাগরিক। এসব আমাকে শেখাবেন না। মতুয়াদের নিয়ে দালালি করছে বিজেপি”।

এন আর সি ও সি এ এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে কোন মতেই এই আইন কার্যকর হবে না। উপরন্তু তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, ধর্মের নামে রাজনীতি চালাচ্ছে বিজেপি। তৃণমূল ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করেনা। শুধু তাই নয়, দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন নাগরিকত্ব আইন এবং প্রস্তাবিত নাগরিক পঞ্জির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার বিরোধিতার ফলে গোটা দেশেই তার রেশ পৌঁছেছে। আপাতত সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!