এখন পড়ছেন
হোম > জাতীয় > সংখ্যালঘুদের কাছে টানতে এবার বিজেপির বড়সড় পদক্ষেপ, ঘুম ছুটবে কি বিরোধীদের

সংখ্যালঘুদের কাছে টানতে এবার বিজেপির বড়সড় পদক্ষেপ, ঘুম ছুটবে কি বিরোধীদের

সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জী এবং জাতীয় জনসংখ্যা রেজিস্টার নিয়ে যত বেশি ব্যাখ্যা হচ্ছে, ততই বেশি পরস্পরবিরোধী তথ্য উঠে আসছে এবং পাল্লা দিয়ে বাড়ছে ধোঁয়াশা। তিনটি বিষয় নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। শুধু বিরোধী নয়, সাধারণ মানুষের মনেও এই বিভ্রান্তি দিন দিন বেড়ে উঠছে। এবার এই বিভ্রান্তিকে দূর করার জন্য নতুন পরিকল্পনা অবলম্বন করে পথে নামছে বিজেপি। নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি।

নাগরিকত্ব সংশোধনী বিল যেদিন থেকে আইনে পরিণত হয়েছে সেদিন থেকেই সারা দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। প্রতিবাদ ক্রমশ আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়েছে। সারা দেশজুড়ে সেই আগুন ছড়িয়ে গেছে। এবার নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভকে সামাল দিতে বিজেপির পক্ষ থেকে শুরু হতে চলেছে ‘অভিনন্দন যাত্রা।’ পাশাপাশি আরও একটি কর্মসূচি গ্রহণ করতে চলেছে তাঁরা। সেটি হলো ‘সম্পর্ক অভিযান।’ সূত্রের খবর, মুসলিমদের পাশে পাওয়ার কারণেই এই কর্মসূচির আয়োজন বলে জানা গেছে।

নতুন বছরের শুরুতেই বিজেপি রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছে নতুন কর্মসূচি কে সঙ্গে নিয়ে। এই ‘সম্পর্ক অভিযানে’র মধ্যে দিয়ে প্রথমেই বিজেপি নেতৃত্ব মুসলিমদের কাছে পাওয়ার চেষ্টা চালাবে। নাগরিকত্ব আইন নিয়ে তাঁরা মুসলিম জনগণের কাছে যাবে এবং তাঁদের বোঝানোর চেষ্টা করবে নতুন আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন তৈরি হয়েছে। এই আইনের ফলে ভারতীয় মুসলিমদের কোন ভয়ের কারণ নেই।

বিরোধীরা ইতিমধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রচার শুরু করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে প্রচার হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে, আর তাই দেশের প্রতিটি রাজ্যে নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে তুমুল প্রতিবাদ চলছে। বিরোধীরা প্রত্যেকে প্রচার চালাচ্ছে যে কেন্দ্রের আইন শুধুমাত্র ধর্মীয় বিভাজন এর জন্যই তৈরি হয়েছে। আর এই ধারণাটি সামনে আসার পরেই বিজেপি বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এবার বিজেপি পাল্টা প্রচারে নামার প্রস্তুতি নিয়েছে। বিজেপির পক্ষ থেকে এবার মুসলিমদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মুসলিম সমাজের বৃহদাংশ বিজেপির বিরুদ্ধে প্রচার চালায়। তবে বিজেপির দাবী, জনসংযোগের মাধ্যমে বিজেপির সাথে মুসলিমদের যে যোগাযোগ হবে তাতে মুসলিমরা জানতেই পারবে যে বিজেপি কখনোই মুসলিম বিরোধী নয়, তারা ভারতীয় মুসলিমদের পাশেই রয়েছে।

একইসঙ্গে বিজেপি বার্তা দিতে চলেছে, যে নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে এনআরসির কোন যোগাযোগ নেই এবং এনআরসি হোক বা নতুন নাগরিকত্ব আইনের প্রয়োগই হোক, মুসলমান সমাজের এতে কোন ভয়ের ব্যাপার নেই। ভারতীয় মুসলিমদের প্রতি বিজেপি সরকারের কোন বিরূপ মনোভাব নেই।

মুসলিমদের পাশে পেতে বিজেপি এবার ‘সম্পর্ক অভিযান’ চালু করতে চলেছে। ইতিমধ্যে বিজেপি সম্পর্ক অভিযান নিয়ে একটি সেমিনার করতে চলেছে। এই সেমিনারে মুসলমান সমাজকে বোঝানো হবে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে। এই দুই আইন প্রয়োগে এদেশে কারো স্বার্থে আঘাত লাগবে না। প্রয়োজনে মুসলিম সমাজের কথাও শোনা হবে এই সেমিনারে। এভাবেই মুসলিমদের পাশে দাঁড়াতে এবং জত কাটাতে উদ্যোগী হয়েছে বিজেপি।

তবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত সারাদেশে এবং রাজ্যের নাগরিকত্ব আইন এর বিরুদ্ধে যে বিক্ষোভের আগুণ জ্বলছে তাকে অস্তমিত করা সম্ভব হয়নি। বরং বেড়েই চলেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের স্ফুলিঙ্গ ক্রমশ আগ্নেয়গিরির আকার ধারণ করতে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। রাজনৈতিক মহলের একাংশের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের উচিত দেশের জনসাধারণকে নাগরিকত্ব আইন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া দরকার। না হলে জোর করে এই আন্দোলনকে ধামাচাপা দিতে গেলে হিতে বিপরীত হতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত সমগ্র পরিস্থিতির ওপর নজর রেখেছে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!