এখন পড়ছেন
হোম > রাজ্য > একদফায় ভোট হলে কাজে আসবে না তৃণমূলের ‘গুন্ডাবাহিনী’, বিস্ফোরক দাবি বিজেপি নেতা

একদফায় ভোট হলে কাজে আসবে না তৃণমূলের ‘গুন্ডাবাহিনী’, বিস্ফোরক দাবি বিজেপি নেতা


বিজেপি নেতা রাহুল সিনহা রবিবার , রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য তারিখ ১৪ ই মে পিছনোর দাবি করলেন। এদিন তিনি একদিনের জন্যে অনলাইনে মনোনয়ন জমা নেওয়ার দাবি তুলেছেন।  একদিনের নির্বাচন প্রসঙ্গে এদিন তিনি বললেন, “একদিনের নির্বাচনে বিজেপির সুবিধা। কেননা একদিনে নির্বাচন হলে তৃণমূলের গুণ্ডা বাহিনী এক জেলা থেকে অপর জেলায় যেতে পারবে না।” এদিন এই বিজেপি নেতা অভিযোগ জানিয়ে বললেন তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে হুমকি দেওয়া হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এই হুমকিতেই  মাথা নত করেছেন রাজ্যের নির্বাচন কমিশনার। পাশাপাশি তাঁর অভিযোগ তৃণমূল সিভিক ভলান্টিয়ারের জামা বানাচ্ছে সেই জামা পরেই ক্যাডাররা নামবে। এদিন রাহুল বাবু হাইকোর্টের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি করলেন। রাহুল সিনহা বললেন, তৃণমূল কংগ্রেস ২০ হাজার সিটে পেশি শক্তির জেরে মনোনয়ন দাখিলে বাধা দিয়েছে। এই ঘটনার জন্যে তিনি মূলত সিপিএমকে দায়ী করেছেন সিপিএম’কে ।  রাহুল সিনহার মতে, সিপিএম তৃণমূল কংগ্রেস’কে পথ দেখিয়েছে আর ফায়দা লুটছে তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!