এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বিজেপিকে রোখায় মূল লক্ষ্য – বৈরিতা ভুলে হাত মেলাচ্ছে কংগ্রেস-তৃণমূল

বিজেপিকে রোখায় মূল লক্ষ্য – বৈরিতা ভুলে হাত মেলাচ্ছে কংগ্রেস-তৃণমূল

মালদহে তৃতীয় দফার পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে কংগ্রেস-তৃণমূল এক ছাতার তলায় আসার ইঙ্গিত পাওয়া গিয়েছে। উদ্দেশ্য বিজেপিকে প্রতিরোধ করা। বোর্ড গঠনকে কেন্দ্র করে বিরোধী দুই গোষ্ঠীর সমঝোতার হাত মেলানোয় বেশ জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে। আজ ১৫ টি ব্লকের ৩৬ টি গ্রাম পঞ্চায়েতে তৃতীয় দফায় বোর্ড গঠনের কাজ রয়েছে মালদায়। এগুলোর মধ্যে  ১৬ টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। এগুলোতে আলদা করে নজর দেওয়া হয়েছে। এদিকে সমঝোতায় যাতে কোনো ফাঁক না থাকে তার জন্য বিশেষভাবে সক্রিয় আছে কংগ্রেস ও তৃণমূল নেতৃত্বরা। দু’দফার বোর্ড গঠনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হলেও জেলা প্রশাসন তৃতীয় দফায় বেশকিছু এলাকায় উত্তেজনার ইঙ্গিত পেয়ে প্রস্তুতি চূড়ান্ত রেখেছে। পুলিশকে চোখ খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এমনটাই জানা গেল মালদহের জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক সুকান্ত সাহার সূত্র থেকে।

জেলা প্রশাসন সূত্রে আরো জানা গিয়েছে, এদিন মালদহের ১৫টি ব্লকের যে ৩৬টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠিত হওয়ার কথা। তার মধ্যে সর্বোচ্চ চারটি করে পঞ্চায়েত গঠন হবে কালিয়াচক-২ এবং গাজোল ব্লকে। এছাড়া পুরানো মালদহ ও চাঁচল-২ ব্লকে একটি করে, হরিশ্চন্দ্রপুর-১, চাঁচল-১, বামনগোলা, হবিবপুর, ইংলিশবাজার, রতুয়া-১ এবং ২ ব্লকে দু’টি করে, মানিকচক, হরিশ্চন্দ্রপুর-২, কালিয়াচক-১ এবং ৩ ব্লকে তিনটি করে বোর্ড গড়া হবে। এরমধ্যে কালিয়াচক-২ এবং ৩, বামনগোলা ও গাজোলে গন্ডোগোল বাধার প্রবল সম্ভাবনা রয়েছে। বোর্ড গঠনের প্রথম ও দ্বিতীয় দিন কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল কালিয়াচক-২ এবং বামনগোলাতে। উল্লেখ্য,প্রথম দু দফায় ৪৪ টি বোর্ড গঠনে বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি। এবার তৃতীয় দফার বোর্ড গঠনে বিজেপিকে আরো চাপে রাখতে তৃণমূল এবং কংগ্রেস একসঙ্গে জোট বেঁধে সাড়াশী আক্রমণ চালাবে। দু’দিন হাতে আরো বাড়তি সময় পেয়ে যাওয়ায় পরিকল্পনা আরো সুসংহতভাবে হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জেলা কংগ্রেস সভাপতি মৌসম বেনজির নূর এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘সাম্প্রদায়িক শক্তি পঞ্চায়েতের বোর্ড গড়ার ক্ষেত্রে যাতে কোনও সুযোগ না পায় তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুই পর্বের ছোটখাট কিছু ত্রুটি, সংশোধন করা হয়েছে।’ তৃণমূল কংগ্রেসের জেলার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সরকার (বাবলা) জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট বাধায় তাঁদের সংগঠন আরও পোক্ত হয়েছে। তৃতীয় পর্বে বিজেপিকে রুখতে তারা কোনো খামতি রাখবে না। ইতিমধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আজকেই রণকৌশল চূড়ান্ত করা হয়েছে,বলেই জানালেন তিনি। অন্যদিকে,বিজেপির জেলা নেতা তথা প্রাক্তন সাধারণ সম্পাদক অজয় গঙ্গোপাধ্যায়ও কংগ্রেস নেতৃত্বদের কথায় সমর্থন জানালেন। বললেন,’ দুই দফায় প্রশাসনিক ও পেশীশক্তি বহুল প্রয়োগ হয়েছে। সোমবারও তা হবে বলে আমরা ধরেই নিয়েছি। প্রয়োজনে প্রতিরোধ হবে।’ উল্লেখ্য,এদিনে কংগ্রেস ও তৃণমূলের মিলিত রসায়ন পঞ্চায়েত বোর্ড গঠনের ক্ষেত্রে ম্যাজিক দেখাতে পারে কিনা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!