এখন পড়ছেন
হোম > জাতীয় > আডবানীদের মত প্রবীনদের কি আর নির্বাচনে লড়তে দেবেন মোদি-শাহ? কি বলছে গেরুয়া শিবির?

আডবানীদের মত প্রবীনদের কি আর নির্বাচনে লড়তে দেবেন মোদি-শাহ? কি বলছে গেরুয়া শিবির?


2014 র লোকসভা নির্বাচনে কেন্দ্রের মসনদ দখল করার পর থেকেই বিজেপির একসময় নেতৃত্বদানের পুরোভাগে থাকা লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশী, কলরাজ মিশ্রদের মতো নেতাদের আর তেমনভাবে দেখা যায়নি। বিজেপির অধ্যক্ষ অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীই সমস্ত দায়িত্ব সামলেছেন।

আর একসময় নেতৃত্বদানের পুরো ভাগে থাকা সেই আডবাণী, যোশীদের পরবর্তীতে আর দেখা না গেলে বিজেপির অন্দরেও এই ঘটনা নিয়ে চোরা স্রোত বইতে শুরু করেছিল। কিন্তু মোদি-শাহ জুটির দাপটে তা আর সার্থকতা লাভ করেনি। কিন্তু এবার 2019 সালের লোকসভা নির্বাচনের আগে সেই আডবানির মত বর্ষিয়ান নেতাদেরই মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে কটাক্ষ করে বলছেন, হঠাৎ গেরুয়া শিবিরের এই বিলম্বিত বোধোদয় কেন? দলের একাংশের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে সুষমা স্বরাজ, উমা ভারতীর মত নেত্রীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, এবার আর তাঁরা নির্বাচনে লড়বেন না। আর তাই একসময় নেতৃত্ব দানের পুরোভাগে থাকা এই আডবানী, জোশীদের মত নেতারা এবার নির্বাচনে লড়ুক এমনটাই চাইছেন বিজেপির মোদি-শাহ জুটি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2014 লোকসভা নির্বাচনের পরে লালকৃষ্ণ আদবানির মত নেতাকে দলের মার্গদর্শক মন্ডলীর সদস্য করে দেওয়া হয়েছিল।লোকসভার স্পিকার হওয়ার ইচ্ছা থাকলেও আদবানিকে তা না করে সুমিত্রা মহজনকে সেই দায়িত্ব দিয়েছে বিজেপি। অন্যদিকে মুরলী মনোহর যোশীর মত নেতাকে পার্লামেন্টারি কমিটির সভাপতি করে দেওয়া হয়েছে। আর যে কমিটির সাথে এখন খুব একটা বনিবনা হচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকারের।

অন্যদিকে লোকসভার আগে দলের প্রবীণ নেতাদের বিজেপি কাজে লাগাচ্ছে না এইরকম বলে যাতে বিরোধীরা খোঁচা না দেয় সেই জন্য এই আডবানী জোশীদের কাজে লাগাতে চাইছে পদ্ম শিবির। তবে এখন বিজেপির 75 বছরের উর্ধ্বে কাউকে মন্ত্রীপদ দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তৈরি হয়েছে।

সেদিক থেকে 91 বছরের আডবানী বা 85 বছরের জোশীর মন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম। সব মিলিয়ে এবার আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিতে ফের আডবানী- জোশীরা ফিরে আসেন কি না এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!