এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি নেতাদের জেলে ভরার দাবি, কেন্দ্রীয় সংস্থার উদ্দেশ্যে বিস্ফোরক মমতা!

বিজেপি নেতাদের জেলে ভরার দাবি, কেন্দ্রীয় সংস্থার উদ্দেশ্যে বিস্ফোরক মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচারের মতো ঘটনায় তৃণমূলের একের পর এক নেতাদের জেরা করতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিকে দিকে তৃণমূলের চাপ বাড়ছে। আর এই পরিস্থিতিতে পুরুলিয়ার সভা থেকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের কেন্দ্রীয় সংস্থা দেখিয়ে ভয় দেখানো হচ্ছে বলে দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি নেতাদের গ্রেপ্তার করা উচিত বলে সিবিআইয়ের কাছে দাবি জানালেন তিনি।

সূত্রের খবর, এদিন পুরুলিয়ায় একটি দলীয় কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভয় দেখানো হচ্ছে। কখনও লালুপ্রসাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পাঠানো হচ্ছে, কখনও হেমন্ত সোরেনের বাড়িতে সিবিআই পৌঁছে যাচ্ছে। কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। বিজেপি নেতাদের গ্রেপ্তার করা উচিত। সবকটাকে জেলে পুরুক সিবিআই।” স্বভাবতই কেন্দ্রীয় সংস্থার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যে বিজেপির চাপকে অনেকটাই বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!