এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে কি ক্রমশ আন্দোলন বিমুখ হয়ে যাচ্ছে গেরুয়া শিবির? প্রশ্ন দলের অন্দরেই

উত্তরবঙ্গে কি ক্রমশ আন্দোলন বিমুখ হয়ে যাচ্ছে গেরুয়া শিবির? প্রশ্ন দলের অন্দরেই

তৃনমূলের বিরুদ্ধে চাপ বাড়াতে যখন রাজ্য এবং বাইরে নিজেদের আন্দোলনের জালকে আরও বিস্তৃত করার নির্দেশ দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, ঠিক তখনই এই রাজ্যেই তৃনমূল বিরোধী আন্দোলন ঠিকমত গড়ে তুলতেই অক্ষম বিজেপি জেলা নেতৃত্ব বলে অভিযোগ উঠল।

গত ২০ শে জুলাই এ রাজ্যের আটটি জেলার নতুন সভাপতির নাম ঘোষনা করেছে বিজেপি। উত্তরবঙ্গের কোচবিহারেও সভাপতি বদল করে নিখিলরঞ্জন দের জায়গায় আনা হয় মালতী রাভাকে। আর এরপর সেই মালতী রাভা দ্বায়িত্ব নিলে দলেরই একাংশ বলতে শুরু করে, শাসকদলের সন্ত্রাসে যেভাবে বেগ পেতে হচ্ছে তাতে মহিলা মুখ এনে আদৌ কি কোনো লাভ হবে!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তখন অনেকে এই কথাটি উড়িয়ে দিলেও এখনও পর্যন্ত জেলার নতুন কোনো কমিটি ঘোষনা না হওয়ায় দলের অনেকেই নিস্ক্রিয় হিসেবেই থেকে যাচ্ছেন। জানা গেছে, সামনেই লোকসভা নির্বাচন মিটলেই এই কোচবিহার পুরসভারও নির্বাচন রয়েছে। কিন্তু এই গুরুত্বপূর্ন নির্বাচনের আগে জেলায় যেখানে শাসকদলের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা দরকার সেখানে কোনো বুথ কমিটি তৈরি না হওয়ায় এই শাসকবিরোধী আন্দোলনে কোনো উদ্দীপনাই দেখা যাচ্ছে না বিজেপি কর্মীদের মধ্যে বলে অভিযোগ তুলছেন দলেরই একাংশ।

রাজ্যে যখন যেকোন ইস্যুতেই তৃনমূলকে চাপে ফেলতে উঠেপড়ে লেগেছে বিজেপি, তখন মশাবাহিত রোগের প্রকোপ, শহরে জল প্রকল্প চালু না হওয়া, তুফানগঞ্জে নিম্নমানের রাস্তার – মত শাসকের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু সামনে আসাতেও তা নিয়ে আন্দোলনেই নামতে পারছে না গেরুয়া শিবির বলে তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন গেরুয়া শিবিরের একাংশ।

কিন্ত যে জন্য এই সমস্যা, সেই জেলা কমিটি কবে তৈরি হবে? এ প্রসঙ্গে বিজেপির সদ্য নিযুক্ত কোচবিহার জেলা সভাপতি মালতী রাভা সংবাদমাধ্যমকে বলেন, “কবে এই জেলা কমিটি হবে তা বলতে পারব না। আশা করছি রাজ্য নেতৃত্ব জেলায় এলেই এই কর্মসূচী নেওয়া হবে”। সব মিলিয়ে কোচবিহার জেলায় নতুন সভাপতি নিযুক্ত হলেও কমিটি না গড়ায় কোনো কর্মসূচী নিতে পারছেন না জেলা বিজেপি নেতা কর্মীরা বলে ক্রমশ বাড়ছে আক্ষেপ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!