এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার লকডাউনের কোপে তৃণমূলেরই দলীয় অনুষ্ঠান! কোন পথে সমাধান? ঘুম উড়েছে দলের শীর্ষ নেতাদের!

এবার লকডাউনের কোপে তৃণমূলেরই দলীয় অনুষ্ঠান! কোন পথে সমাধান? ঘুম উড়েছে দলের শীর্ষ নেতাদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারা বছরের মধ্যে দুটি বাৎসরিক কর্মসূচি যা বড় আকারে পালন করে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে একটি একুশে জুলাই শহীদ দিবস এবং অপরটি 28 শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রথমটিতে ছাত্র-যুব মাদার সংগঠনের সকলে উপস্থিত হন ধর্মতলার সমাবেশে। আর দ্বিতীয়টিতে ছাত্রসমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে মেয়ো রোডে উপস্থিত হন। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার একুশে জুলাইয়ের সমাবেশ ভার্চুয়াল আকারে করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে 28 শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ কি হবে, এখন তা নিয়ে চিন্তা রয়েছে তৃণমূল নেতৃত্ব। বর্তমানে করোনা পরিস্থিতি যেভাবে ভয়ঙ্কর আকার ধারণ করছে, তাতে আগামী 28 তারিখে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ করা সম্ভব হবে কি না, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ভার্চুয়াল সভার মাধ্যমে সম্পন্ন করা যায় কিনা, তা নিয়ে দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদি বর্তমানে করোনা পরিস্থিতি একই আকার থাকে, তাহলে সেভাবে সমাবেশ করলে মানুষের মনে ভুল ধারণা তৈরি হতে পারে। তাই একুশে জুলাইয়ের মত তৃণমূল কংগ্রেস তাদের ছাত্র সংগঠনেও এবারের সমাবেশ ভার্চুয়াল আকারেই করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে রাজ্য তৃণমূলের ছাত্রনেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “করোনার মোকাবিলা আগে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে সভা-সমাবেশ করার জন্য অনেক সময় পাওয়া যাবে।”

এদিকে এই ব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “দলের নির্দেশমত 28 তারিখ কর্মসূচি পালন করা হবে আশা করছি। নেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পথচলার দিশা দেবেন।” অর্থাৎ এই ঘটনা থেকে পরিষ্কার যে, তৃণমূল এবার করোনা ভাইরাসের কারণে তাদের ছাত্র সংগঠনের সমাবেশেও কাটছাঁট করতে চলেছে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!