এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভাঙ্গরে রক্তাক্ত পরিস্থিতির মাঝেই মমতার দরবারে নওশাদ, বিধায়কের পদক্ষেপ ঘিরে জল্পনা!

ভাঙ্গরে রক্তাক্ত পরিস্থিতির মাঝেই মমতার দরবারে নওশাদ, বিধায়কের পদক্ষেপ ঘিরে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মাঝেমধ্যেই উত্তপ্ত হতে দেখা যাচ্ছে ভাঙ্গড়। যেখানে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। মুড়ি, মুরকির মত পড়তে শুরু করেছে বোমা। দু পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে খবর। আর এই পরিস্থিতিতে যখন ভাঙ্গরের পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছে, ঠিক তখনই হঠাৎ করেই বিরোধী দলের বিধায়ক হলেও সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, গতকালের পর আজকেও সকাল থেকে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ভাঙ্গড় উত্তপ্ত হতে শুরু করে। দু পক্ষের মধ্যে সংঘর্ষ এবং বোমা, গুলির আওয়াজের রীতিমতো খবরের শিরোনামে উঠে আসে রাজ্যের এই এলাকা। আর এই পরিস্থিতিতে নিজের এলাকার এই বেগতিক অবস্থা দেখে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে দেখা করতে নবান্নে চলে আসেন নওশাদ সিদ্দিকী। তবে ব্যস্ত থাকার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে পারেননি বলেই খবর। যার ফলে অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসে অপেক্ষা করে ফিরে যেতে হয় বিরোধী দলের এই বিধায়ককে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!