এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের প্রবীণদের সুবিধার্থে পেনশন প্রকল্পে নতুন সিদ্ধান্ত মোদী সরকারের, জেনে নিন

দেশের প্রবীণদের সুবিধার্থে পেনশন প্রকল্পে নতুন সিদ্ধান্ত মোদী সরকারের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন পরিস্থিতিতে সবথেকে বেশি খারাপ অবস্থা দেশের প্রবীণদের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোন কারণে বাইরে না বার হলেও পেনশন তোলার কারণে তাঁদেরকে ব্যাংকে যেতেই হয়। তার ওপরে আছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যাপার। যেটা জমা না দিলে পেনশন আটকে যাবে। সুতরাং নিয়মিত পেনশন পাওয়ার জন্য প্রবীণদের লাইন দিতে হয় ব্যাংকের দরজায় লাইফ সার্টিফিকেট জমা দিতে নির্দিষ্ট সময়ে। এবার করোনা আবহে কেন্দ্রীয় সরকার লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়মের কিছুটা পরিবর্তন এনেছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এদিন জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতির জন্য এবছর অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা একমাস বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ এতদিন পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দেওয়া হত শুধুমাত্র নভেম্বর মাস জুড়ে। কিন্তু এবার নভেম্বর ও ডিসেম্বর মিলিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে বলে জানা গেছে। অর্থাৎ 1 নভেম্বর থেকে 31 শে ডিসেম্বর পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে এ বছর।

পাশাপাশি ডিপার্টমেন্ট অফ পেনশন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ারের দাবী অনুযায়ী এবার ব্যাংকগুলোকে ভিডিও বেসড কাস্টমার ভেরিফিকেশন এর ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। প্রসঙ্গত এর আগে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকেও এই নির্দেশ এসেছে। লাইফ সার্টিফিকেট জমা দিতে গেলে নিয়ম অনুযায়ী প্রত্যেক পেনশন গ্রহীতাকে ব্যাংকে উপস্থিত হতে হয়। কিন্তু নতুন পদ্ধতি চালু হলে সে ক্ষেত্রে অতি প্রবীণদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাংকে উপস্থিত না হলেও চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু হলে 80 বছর পেরোনো পেনশন গ্রাহকদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত দেশের অবস্থা এই মুহূর্তে ভয়াবহ হয়ে উঠেছে করোনার কারণে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। যদিও সুস্থতার হার সামান্য বাড়লেও পরিস্থিতি যে এখনো পুরোপুরি ঠিক হয়নি সে কথা ক্রমাগতই জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে প্রবীণরা বেশীরভাগই জটিল রোগে আক্রান্ত।

সেক্ষেত্রে তাঁদের বাড়ি থেকে বাইরে বেরোনোর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির তরফ থেকে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য এ বছর যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন তা যথেষ্ট কার্যকরী হতে চলেছে প্রবীণদের জন্য বলে মনে করা হচ্ছে। আপাতত করোনা পরিস্থিতিতে মোদী সরকারের সিদ্ধান্তে দেশের প্রবীণরা কতটা সুবিধা নিতে পারেন সেদিকেই এখন নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!