এখন পড়ছেন
হোম > জাতীয় > নীতিশ কুমারকে খোঁচা দিয়ে টুইট তেজস্বীর, চাচার সাথে ফের দ্বন্দ্ব ভাতিজার

নীতিশ কুমারকে খোঁচা দিয়ে টুইট তেজস্বীর, চাচার সাথে ফের দ্বন্দ্ব ভাতিজার


অতীতে নিজের করা মন্তব্যের খোদ বিরোধীতা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রসঙ্গত বছর খানেক আগে নোট বাতিলের সময় নীতিশ কুমার বলেছিলেন, ” নোট বাতিল দেশের স্বার্থে সাহসী এক পদক্ষেপ।” কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে একদম বিপরীত মেরুর চিন্তা ভাবনা পরিচয় দিয়ে রবিবার তিনি বললেন, ”আমি নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে ছিলাম। কিন্তু তাতে কতজন মানুষের উপকার হয়েছে?‌ কিছু মানুষ তাঁদের টাকা এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে দিতে পেরেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ব্যাঙ্কগুলিও ছোট ছোট ঋণ যাঁরা নিয়েছেন তাঁদের ঋণ শোধের ওপর বেশি জোর দিচ্ছেন। কিন্তু যাঁরা বড় অঙ্কের টাকা ঋণ নিয়ে পালিয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে? ব্যাঙ্কিং পরিষেবায় সংস্কার হওয়া প্রয়োজন।‌’‌’ এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যে বিরোধীতার সুযোগ সহজে লুফে নিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোস্যাল মিডিয়ায় ট্যুইট করে তিনি লিখলেন, ” আমাদের নীতীশ চাচা ফের অবস্থান বদল করলেন। তিনি নোট বাতিল সমর্থন করেছিলেন। কিন্তু এখন সেটা নিয়েই প্রশ্ন তুলছেন। যে কোনও বিষয়, সমস্যা এবং সাধারণ মানুষের দাবি বোঝার ক্ষেত্রে তিনি সবসময় অনেক পিছিয়ে থাকেন। তিনি যদি নোট বাতিলকে ভারতের সবচেয়ে বড় দুর্নীতি বলে উল্লেখ করেন তাহলে আমি অবাক হব না।” এখনও অবধি এই ট্যুইটের জবাবে মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দেননি। তবে আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভোল বদলে রাজনৈতিক মহলের নানা জল্পনার জন্ম দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!