এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভাঙ্গরে অশান্তির জন্য দায়ী বিরোধীরাই, বিস্ফোরক হেভিওয়েট!

ভাঙ্গরে অশান্তির জন্য দায়ী বিরোধীরাই, বিস্ফোরক হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পর্ব জমা দেওয়ার মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। তবে সবথেকে বেশি অশান্তির খবর আসছে ভাঙ্গড় থেকে। যেখানে তৃণমূল এবং আইএসএফের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, মুড়ি-মুরকির মত পড়তে দেখা যাচ্ছে বোমা। তবে এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে বিরোধীদের দায়ী করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

প্রসঙ্গত, গতকালের পর আজকেও ভাঙ্গড় রণক্ষেত্র হতে দেখা যায়। দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ছবি সামনে আসে। আর এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তৃণমূল নেতা কুনাল ঘোষকে। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “ভাঙ্গড়ে যে লাগাতার অশান্তির ছবি সামনে আসছে, এর পেছনে সিপিএম, কংগ্রেস এবং আর একটি রাজনৈতিক দলের চক্রান্ত রয়েছে। ওরা সবাই মিলে কি করে অশান্তির ছবি তৈরি করা যায় এবং কি করে সেটা সামনে এনে বাংলার বদনাম করা যায়, তার চেষ্টা করছে। ছোটবেলায় যারা এসএফআই করে, বড় হয়েই তারা আইএসএফ করে।”

বিরোধীদের দাবি, এই ভাবেই প্রত্যেকটি ঘটনায় নিজেদের দোষ ছোট করে দেখার চেষ্টা করে শাসক দল। বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস করছে, বিরোধীদের মনোনয়নপত্র দিতে বাধা দিচ্ছে। কিন্তু ভাঙ্গর যখন রক্তাক্ত, তখন উল্টে বিরোধীদের ঘাড়েই দায় চাপিয়ে বিতর্ক বাড়িয়ে দিলেন কুনাল ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!