এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “বাংলায় দুই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে রয়েছি” হঠাৎ কেন এমন বললেন অধীর চৌধুরী!

“বাংলায় দুই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে রয়েছি” হঠাৎ কেন এমন বললেন অধীর চৌধুরী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিরোধীদের মনোনয়নপত্র দিতে বাধা দিচ্ছে শাসকদল বলে অভিযোগ। এমনকি অনেক জায়গায় হামলা পর্যন্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর সেই ইস্যুতেই এবার বাংলায় দুই জন মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে রয়েছি বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, বর্তমান মুখ্যমন্ত্রী স্থবির মূর্তির মত রয়েছেন। তিনি পুলিশকে কিছু নির্দেশ দিতে পারছেন না। সমস্ত নির্দেশ দিচ্ছেন তার ভাইপো।

প্রসঙ্গত, এদিন বাংলায় একের পরে এলাকা উত্তপ্ত হওয়া নিয়ে অধীর চৌধুরীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে কটাক্ষ করেন এই কংগ্রেস নেতা। এদিন এই প্রসঙ্গে লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী স্থবির মূর্তির মত বসে রয়েছেন। তিনি না পাচ্ছেন শুনতে, না পাচ্ছেন দেখতে। তিনি কোনো নির্দেশ দিচ্ছেন না। সমস্ত নির্দেশ দিচ্ছে তার ভাইপো। বর্তমানে আমরা বাংলায় দুজন মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে রয়েছি। পুলিশ আজকে দিশেহারা হয়ে গিয়েছে। তারা কি করবে, কিছুই বুঝতে পারছে না।”

একাংশের মতে, বাংলায় বিরোধীদের প্রধান অভিযোগ, পুলিশ প্রশাসন নিয়ে। আর মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্বে সেই পুলিশ তৃণমূলকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর। দিকে দিকে হিংসার ঘটনা ঘটছে। আর এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!