এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এবার কি মানুষ ছেড়ে প্রাণীদেহেও করোনা সংক্ৰমণ! পশুখামারে মৃত্যুমিছিল নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে

এবার কি মানুষ ছেড়ে প্রাণীদেহেও করোনা সংক্ৰমণ! পশুখামারে মৃত্যুমিছিল নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার হাত থেকে মুক্তি নেই কারোর। বিশ্বজুড়ে করোনা চূড়ান্ত আতঙ্কের সৃষ্টি করেছে। এখনো মৃত্যু-মিছিল অব্যাহত। এ অবস্থায় এতদিন পর্যন্ত ভাবা হচ্ছিল, কোন প্রাণী শরীরে করোনা সংক্রামিত হতে পারবেনা। কিন্তু সে ধারণাকে ভুল প্রমাণ করে আমেরিকার প্রায় 10 হাজার মিঙ্কের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আবার চিন্তিত হয়ে উঠেছে বিশেষজ্ঞের দল। করোনার প্রাথমিক কাল থেকেই প্রশ্ন উঠেছিল, পশুদের দেহ থেকে কি মানব শরীরে সংক্রমণ ছড়াতে পারে করোনা?

ঠিক উল্টো সম্ভাবনা নিয়েও আলোচনা চলছিল। কিন্তু এবার আমেরিকার উটা ও উইসকনসিনের পশু খামারের বিশাল সংখ্যক মিঙ্কের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কপালে ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে, মানুষের শরীর থেকেই ওই নিরীহ প্রাণীগুলির শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছিল। এবং জানা যাচ্ছে, পশুদের শরীরে করোনা খুব দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। আক্রান্ত হওয়ার একদিনের মধ্যেই মৃত্যু হচ্ছে প্রাণীর। এই প্রসঙ্গে উটার এক পশু চিকিৎসক ড. ডিন টেলর জানিয়েছেন, মিঙ্কদের মধ্যেই প্রথম করোনা সংক্রমণ দেখা যায় গত আগস্টে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার আগেই অবশ্য জুলাইতে খামারের কর্মীরা করোনা আক্রান্ত হয়েছিলেন। সেখানে থেকেই মনে করা হচ্ছে, মারণ ভাইরাস অবলা জীবগুলির শরীরে প্রবেশ করেছিল। করনার প্রাথমিক পর্বে অবশ্য আগেই বলা হয়েছিল, মানুষের শরীর থেকে পশুদের শরীরে কিন্তু করোনা ছড়াতে পারে। কিন্তু পশুদের শরীর থেকে মানুষের শরীরে করোনার সংক্রমণ ছড়ায় কিনা তা নিয়ে এখনও পর্যন্ত অবশ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে উটার পাশাপাশি উইসকনসিনেও প্রায় 2000 মিঙ্কের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন উইসকনসিনের খামারটিকে পুরোপুরি কোয়ারেন্টাইন করে দিয়েছে।

তবে আমেরিকার জাতীয় পশু চিকিৎসা পরিষেবা ল্যাবরেটরিগুলির দাবি, শুধু মিঙ্ক নয়, বহু কুকুর-বিড়ালের শরীরেও মিলছে সংক্রমণের হদিশ। সম্প্রতি একটি সিংহ এবং একটি বাঘের শরীরেও করোনার জীবাণু মিলেছে। বিশ্বজুড়ে করোনার প্রভাব যে অতি মারাত্মক আকার ধারণ করেছে, সে কথা আমরা সবাই জানি। বিশ্বের বিভিন্ন দেশ করোনা পরিস্থিতি সামাল দিতে এখনো জেরবার হচ্ছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম দেশ বলে মনে করা হচ্ছে। মানুষের পাশাপাশি এবার পশুদের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই শুরু হয়েছে চাঞ্চল্য। মানুষের পাশাপাশি এবার পশুদের বাঁচানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তা নিয়ে চলছে বিশেষজ্ঞ মহলে আলোচনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!