এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর ! অবশেষে দেখা মিলল নিম্নচাপের, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস!

দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর ! অবশেষে দেখা মিলল নিম্নচাপের, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট:_- বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আষাঢ়ের শেষ লগ্নে এসে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টির স্বস্তির বার্তা পাওয়া গেল । হাওয়া অফিস সূত্রের খবর মূলত ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ রেখা তৈরি হওয়ার জন্যই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির পূর্বভাস পাওয়া গেল। আবহাওয়া অফিস সূত্রের খবর আজ বুধবার থেকে আগামী শুক্রবার অবধি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বইবে হালকা থেকে ঝড়ো হওয়া তার ফলে তাপমাত্রা অনেকটাই কমবে এমনটাই জানা যাচ্ছে।

আপাতত দক্ষিণ ওড়িশা উপকূলের নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার অবধি। উত্তর বঙ্গোপসাগরে জোরে হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার অবধি। তাই শুক্রবার অবধি মত্‍স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামী দিনে রাজ্যের দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে কতটা বৃষ্টিপাত হয় সেদিকে নজর থাকবে দক্ষিণবঙ্গবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!