এখন পড়ছেন
হোম > জাতীয় > দলীয় কর্মীদের চাঙ্গা করতে শাহের দরবারে সুকান্ত! আশায় বুক বাঁধছে কর্মীরা!

দলীয় কর্মীদের চাঙ্গা করতে শাহের দরবারে সুকান্ত! আশায় বুক বাঁধছে কর্মীরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের বিভিন্ন নেতাকে ডাকলেও তাদের বিরুদ্ধে সেভাবে পদক্ষেপ নিচ্ছে না। যার ফলে সেই এজেন্সির ভূমিকা নিয়ে রীতিমতো হতাশ বিজেপির একাংশ। কর্মীদের মধ্যেও প্রশ্ন উঠছে, সত্যিই কি তৃণমূলকে পরাজিত করতে চায় কেন্দ্রীয় বিজেপি? নরেন্দ্র মোদী-অমিত শাহদের সঙ্গে তৃণমূলের কোনো গোপন সেটিং নেই তো? তবে কর্মীদের মধ্যে যখন এই সমস্ত প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে, তখনই সেই বিভ্রান্ত দূর করতে এবার বড় পদক্ষেপ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি কর্মীদের কাছে সর্বভারতীয় চাণক্য হিসেবে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসলে যে কোনো জায়গার বিজেপি কর্মীরাই বাড়তি উন্মাদনা পান। তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে সেই অমিত শাহকেই রাজ্যে আসার আমন্ত্রণ জানালেন সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি নিজের সংসদীয় এলাকা বালুরঘাটে নিউ টাউন বলে একটি ক্লাবে এবারের পূজোর থিম রামমন্দির। সেদিক থেকে বিজেপিও নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে রাম মন্দির তৈরীর কাজ শুরু করেছে। তাই নিজের সংসদীয় এলাকায় একটি ক্লাবের পূজোয় উদ্বোধন করবার জন্য অমিত শাহকে আমন্ত্রণ জানালেন বিজেপির রাজ্য সভাপতি। তবে এখনও পর্যন্ত বাংলায় শারদ উৎসবে আসার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি সত্যিই স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার দুর্গা পুজোয় আসেন, তাহলে তা বিজেপি কর্মীদের কাছে বাড়তি উন্মাদনার কারণ হবে বলেই মনে করছেন একাংশ।

বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, অমিত শাহ যদি বালুরঘাটের বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতির আমন্ত্রণের সাড়া দেন, তাহলে দুটো বিষয় স্পষ্ট হবে। প্রথমত, বাঙালির আবেগ দুর্গাপূজা। ফলে সেই আবেগকে মান্যতা দিতে চাইছে বিজেপি। এটা বাঙালির সাধারণ ভোটাররা বিশ্বাস করবেন। তাদের মনে বিজেপি সম্পর্কে আস্থা আরও বৃদ্ধি পাবে। আর দ্বিতীয়ত, সুকান্ত মজুমদারের ডাকে অমিত শাহ সাড়া দিলে বিজেপির মধ্যেও এই ভাবনা স্পষ্ট হবে যে, সুকান্তবাবুকেই তৃণমূল বিরোধীতার জন্য সাংগঠনিক মুখ হিসেবে বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তার নেতৃত্বেই যে আগামী লোকসভা ভোটের বৈতরণী এই বাংলায় পার করবে গেরুয়া শিবির, সেই ব্যাপারে দ্বিমত থাকবে না দলের একাংশের মধ্যে।

পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে বাঙালির মন্ত্রীতে শারদ উৎসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর রাজ্যে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে আখেরে লাভ হবে ভারতীয় জনতা পার্টির। কর্মীরা ব্যাপকভাবে উজ্জীবিত হবেন। কারণ তাদের মধ্যে তৃণমূল বিরোধীতা নিয়ে সর্বভারতীয় নেতৃত্বের অবস্থানকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা কাজ করছে। তাই কর্মীদের মনে বিশ্বাস ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসা অত্যন্ত প্রয়োজন। আর বিজেপি যখন দুর্গাপুজোকে কেন্দ্র করে জনসংযোগ করতে চাইছে, সেই সময় বাংলায় অমিত শাহ এলে তা বিজেপি কর্মীদের কাছে বাড়তি পাওনা। দিনের শেষে তেমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!