এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর ট্রেলার দেখেই দিশেহারা তৃণমূল, “সিনেমা বিধানসভায়” হুশিয়ারি বিরোধী দলনেতার!

শুভেন্দুর ট্রেলার দেখেই দিশেহারা তৃণমূল, “সিনেমা বিধানসভায়” হুশিয়ারি বিরোধী দলনেতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুভেন্দু অধিকারী কি জিনিস, এখন তা হাতেনাতে বুঝতে পারছে এই রাজ্যের শাসক দল। এতদিন তাকে বিভিন্নভাবে আক্রমণ করা হলেও, তৃণমূল কিন্তু এই শুভেন্দু অধিকারীর ক্যারিশমা দেখে রীতিমতো চিন্তিত।  মেদিনীপুরের মাটি থেকে তিনি যে কথা বললেন, তারপর আরও চিন্তা বাড়ল ঘাসফুল শিবিরের। তৃণমূল যদি ভেবে থাকে যে, শুভেন্দু অধিকারী এখন যা করছে, সেটা সামান্য, তাহলে তারা ভুল করছে। কারণ রাজ্যের বিরোধী দলনেতা আজ একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। আর সেটাই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে শাসক দলের কাছে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে প্রকাশ্য সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এখন তো ট্রেলার দেখাচ্ছি‌। সিনেমাটা তুলে রাখলাম। ওটা বিধানসভায় দেখাব।” অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু লোকসভায় তৃণমূলকে মেদিনীপুর এলাকায় জব্দ করে বুঝিয়ে দেবেন, তিনিই পারেন। আর বাকিটা বিধানসভায় দেখার জন্য তৈরি থাকতে হবে এই রাজ্যের শাসক দলকে। অর্থাৎ লোকসভায় তৃণমূলের যে মেদিনীপুরে অত্যন্ত শোচনীয় ফলাফল হবে, তা স্পষ্ট রাজ্যের বিরোধী দলনেতার কথায়।

আর সেই ফলাফলের পর বিধানসভায় তৃণমূল বলে যে মেদিনীপুরে অন্তত কিছু থাকবে না, সেই ব্যাপারে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর আরও নিশ্চিত হয়ে গেলেন বিজেপি নেতা কর্মীরা। স্বাভাবিকভাবেই তৃণমূল যে শুভেন্দু অধিকারীকে এত বেশি আক্রমণ করে, সেই শুভেন্দু অধিকারীর এই ধরনের বক্তব্য ভোটের ময়দানে তাদেরকে চরম গাড্ডায় ফেলে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!