এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “মাফলারের পর হাওয়াই চটি” কবে আসবে সেই সময়? বোমা ফাটালেন শুভেন্দু!

“মাফলারের পর হাওয়াই চটি” কবে আসবে সেই সময়? বোমা ফাটালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, তৃতীয়বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও তীব্র হবে। এমনকি আরও অনেকে জেলে যাবেন। আর এই কথা শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একেবারে ক্ষেপে উঠেছিলেন। অনেকে কটাক্ষ করে বলেছিলেন, তার বন্ধু দল আম আদমি পার্টির প্রধান নেতা তো জেলের মধ্যে রয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত নিজেও ভয় পাচ্ছেন। আর এই পরিস্থিতিতে আজ হুগলির সভা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে মাফলারের পর হাওয়াই চটি বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন হুগলির সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “তালিকা অনেক লম্বা। আর এটা আমি বলিনি। প্রধানমন্ত্রী বলেছেন। সবে তো মাফলার গেছে, অপেক্ষা করুন। হাওয়াই চটি বাকি আছে।” স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হাওয়াই চটি বলতে কাকে বোঝালেন রাজ্যের বিরোধী দলনেতা? তিনি কাকে বুঝিয়েছেন, তা নতুন করে বলতে হবে না। তবে যদি এই ইঙ্গিত সেই দিকে যায়, তাহলে ধরে নিতে হবে যে, আগামী দিনে বড় কিছু হতে চলেছে বাংলার রাজনীতিতে। দুর্নীতির বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, তাতে আগামী দিনে খবরের শিরোনামে উঠে আসতে পারে পশ্চিমবঙ্গ। আর রাজ্যের মানুষ যে দাবি করছেন যে, দুর্নীতির প্রধান মাথাদের গ্রেপ্তার করা হোক। সেই প্রত্যাশাও খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যেতে পারে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!