এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গরুর গাড়ির হেডলাইট” মমতার দলকে চরম লজ্জায় ফেললেন শুভেন্দু!

“গরুর গাড়ির হেডলাইট” মমতার দলকে চরম লজ্জায় ফেললেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সর্বভারতীয় দলের তকমা খুইয়ে যাওয়ার পরেও তৃণমূলের লজ্জা বলতে কিছু নেই। তারা আবার এখনও নিজেদের নেতাদের নামের পাশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখতে থাকে। আসলে ক্ষমতা লোভী হলে যা হয়। এরা কি করে নিজেদের সর্বভারতীয় দল বলে, সেটাই একটা বড় প্রশ্ন। গোটা দেশে যখন 543 টা লোকসভা কেন্দ্র, তখন সেখানে তৃণমূল লড়ছে মাত্র 45 টা কেন্দ্রে। স্বাভাবিক ভাবেই এই দলের বড় বড় কথা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন উঠে। আর এবার সেই তৃণমূলকে রসিকতার সহকারে কটাক্ষ করে লজ্জায় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “তৃণমূল হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। গোটা দেশে 543 টা লোকসভা কেন্দ্র। আর তৃণমূল লড়াই করছে, মাত্র 45 টা কেন্দ্রে।” একাংশ বলছেন, এই প্রথম নয়। এর আগেও শুভেন্দু অধিকারী তৃণমূলকে এইরকম শব্দ প্রয়োগ করে আক্রমণ করেছেন। কিন্তু তারপরেও তাদের নেতাদের লজ্জা বলতে কিছু নেই। যে দলটা আঞ্চলিক দল এবং পশ্চিমবঙ্গের বাইরে যে দলের নাম নিশান বলতে কিছু নেই, তারা সামান্য 45 টি আসনে লড়াই করার পরেও কি করে নিজেদের সর্বভারতীয় দল বলে দাবি করে, সেটাই তো বড় প্রশ্ন। আর 45 টি আসনে লড়াই করে তো তৃণমূল সবকটাতে জিততে পারবে না। বরঞ্চ বাংলাতে এবার তাদের করুন ফলাফল হবে। তাই শুভেন্দু অধিকারীর আক্রমণে ভোটের আগেই রীতিমত চাপের মুখে তৃণমূল নেতৃত্ব বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!