এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গোদের ওপর বিষফোঁড়া, ফের পার্থকে জেরা সিবিআইয়ের! ঘুম উড়বে তৃনমূলের, দাবি পদ্ম শিবিরের!

গোদের ওপর বিষফোঁড়া, ফের পার্থকে জেরা সিবিআইয়ের! ঘুম উড়বে তৃনমূলের, দাবি পদ্ম শিবিরের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রায় এক বছরের অনেক বেশি সময় ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বারবার তিনি জামিনের আবেদন করলেও, তা খারিজ হয়ে যাচ্ছে। আর এবার ফের অস্বস্তি বাড়লো পার্থবাবুর। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির জন্য তাকে আবার জেরা করতে চেয়ে আদালতে আবেদন জানালো সিবিআই। যে খবর সামনে আসার পরেই বিরোধীরা আবার তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিচ্ছে। তারা বলছেন, নতুন তথ্য উঠে আসবে পার্থ চট্টোপাধ্যায়কে জেরার মধ্যে দিয়ে। আর সেই তথ্যে ঘুম উড়তে পারে তৃণমূলের একদম ওপরতলার নেতাদের।

সূত্রের খবর, এদিন আলিপুর আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে একটি আবেদন করা হয়। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় যে, নিয়োগ দুর্নীতিতে নতুন তথ্য উঠে এসেছে। সেই কারণেই তারা পার্থ চট্টোপাধ্যায়কে আবার জেরা করতে চায়। বলা বাহুল্য, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা বারবার আদালতে প্রশ্নের মুখে পড়েছে। আদালতের পক্ষ থেকেও তাদের বলা হচ্ছে, দ্রুত এই তদন্ত শেষ করতে হবে। তাই তদন্তের গতি প্রকৃতি গুটিয়ে আনতে আদালত এখন একের পর এক হেভিওয়েটদের নিয়ে পদক্ষেপ গ্রহণ করছে। যার ফলস্বরূপ পার্থ চট্টোপাধ্যায়কে আবার জেরা করতে চেয়ে আদালতে সিবিআইয়ের এই আবেদন বলেই মনে করছেন একাংশ।

পদ্ম শিবিরের দাবি, পার্থ চট্টোপাধ্যায় যে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে দীর্ঘদিন ধরেই তিনি জেলে রয়েছেন। তবে তার কাছ থেকে জেরা করে আরও বেশ কিছু তথ্য পেতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কারণ তারা একদম এই দুর্নীতির তদন্ত শেষ করে রাঘববোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চাইছেন। তাই আবার পার্থ চট্টোপাধ্যায়কে যদি সিবিআই জেরা করা শুরু করে, তাহলে তার কাছ থেকে বড় তথ্য উঠে আসতে পারে। আর সেই তথ্যের মধ্যে দিয়ে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই সমস্ত তৃণমূল নেতাদের ঘুম উড়বে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, পার্থবাবু যখন জামিনের আবেদনে বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন, তখন তার কাছে সিবিআইয়ের এই তৎপরতা অনেকটা গোদের উপর বিষফোড়ার মত। জামিন পাওয়া তো অনেক দূরের কথা। তাকে আরও নতুন করে তদন্তের মুখে পড়তে হতে পারে। যার ফলে আপাতত তিনি যে জেল থেকে মুক্তি পাচ্ছেন না, সেই সম্ভাবনা ক্রমশ প্রকট হচ্ছে বলেই দাবি একাংশের। শুধু তাই নয়, বর্তমানে দীর্ঘদিন ধরে জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায় যে দলের ভূমিকাতেও খুব একটা খুশি নন, তাতেও নিশ্চিত বিরোধীরা। তাই তাকে যদি সিবিআই আবার জেরা করে, তাহলে তিনি অনেক ভয়ঙ্কর কথা সেখানে বলে দিতে পারেন। আর তাতে তৃণমূল নেতারা মোক্ষমভাবে চাপে পড়বেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!