এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > টেট পরীক্ষা না ছাই! ফের বড়সড় ফাদ পাতছে তৃনমূল? শুভেন্দুর কথায় ভয়ঙ্কর ইঙ্গিত!

টেট পরীক্ষা না ছাই! ফের বড়সড় ফাদ পাতছে তৃনমূল? শুভেন্দুর কথায় ভয়ঙ্কর ইঙ্গিত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে, তা আদালতে ইতিমধ্যেই বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে। অন্তত বিরোধীরা তেমনটাই বলছেন। কিন্তু সামনেই আবারও টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সেই ঘোষণা করা হয়েছে। কিন্তু এই টেট পরীক্ষার নামে আবার বেকার যুবক-যুবতীদের সঙ্গে ছিনিমিনি খেলবেন তৃণমূল নেতারা। আবার কিছু টাকা তোলার হিড়িক শুরু হবে এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক-যুবতীদের মিছিলে নিয়ে যাবেন শাসকদলের নেতারা। টেট পরীক্ষা নিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের মধ্যেই লোকসভা ভোট ঘোষণা হবে। তাই নভেম্বর মাসে টেট পরীক্ষা হলে এই ভোট ঘোষণার আগে কোনোমতেই তার রেজাল্ট দিতে পারবে না রাজ্য সরকার। তাই তার আগে বেকার যুবক-যুবতীদের জীবন নিয়ে আরও একটা নাটক করা হবে। শুভেন্দুবাবুর অভিযোগের পর তেমনটাই বলছে বিরোধীরা।

প্রসঙ্গত, এদিন টেট পরীক্ষা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এক ভয়ংকর তথ্য সামনে আনেন। তৃণমূলের ঘুম উড়িয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “কারও চাকরি হবে না। নভেম্বর মাসে টেট পরীক্ষা আর ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে লোকসভা ইলেকশন ঘোষণা করা হবে। তার আগে এই সরকার রেজাল্ট দিতে পারবে না। তাই সেই সময় কারও কাছ থেকে টাকা তোলা হবে, আবার কাউকে কাউকে তৃণমূল নেতারা বলবেন, আমাদের পেছনে ঘোর, মিছিলে যা, তোরটা দেখব। এই বলে বলে তাদেরকে মিছিলে আনবেন।” একাংশের দাবি, চাকরি দেওয়ার নাম করে এই রাজ্যের তৃণমূল নেতারা যে কত যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট করেছেন, তা নতুন করে বলতে হবে না। আদালতের দরজায় একের পর এক ঘটনায় স্পষ্ট হয়ে যাচ্ছে, নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের কত হেভিওয়েট জড়িয়ে পড়েছেন। ফলে এবার টেট পরীক্ষা হলে যে তৃণমূল নেতারা আবার ময়দানে নেমে পড়বেন না, একথা তৃণমূল সুপ্রিমো নিজেও অস্বীকার করতে পারবেন না। কারণ একটা দুর্নীতির জাল এই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে বলেই দাবি বিরোধীদের।

বিরোধী শিবিরের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী আগে থেকেই বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের মানুষের কাছে সত্যটা তুলে ধরেন। কারণ তিনি দীর্ঘদিন এই তৃণমূলের সঙ্গে ঘর করেছেন। তিনি জানেন, তৃণমূল মানুষের কিভাবে সর্বনাশ করছে। তাই টেট পরীক্ষা হয়তো রাজ্য সরকার নেবে। ধুমধাম করে সেই পরীক্ষা নেওয়া হলেও, শেষ পর্যন্ত রেজাল্ট কবে ঘোষণা হবে, তা একমাত্র ঈশ্বর জানেন। আর রেজাল্ট ঘোষণার আগে লোকসভা নির্বাচন হবে। তাই সেই লোকসভা নির্বাচনের সময় কোনো তৃণমূল নেতা টাকা তুলবেন, আবার কেউ বা মানুষের ভোট পেতে টেট পরীক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেবেন। তাই সাধারণ মানুষ যাতে সেই ফাঁদে পা না দেন, তার জন্য আগেভাগেই এই সরল সত্যটি সকলের সামনে তুলে ধরলেন শুভেন্দুবাবু। ফলে সাধারণ মানুষ এখন থেকেই তৃণমূলের এই বুজরুকি থেকে সতর্ক থাকুন বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যের সবথেকে বড় জ্বলন্ত সমস্যা বেকার সমস্যা। দীর্ঘদিন ধরে টেট না হওয়ার কারণে সাধারণ যুবক-যুবতীদের মধ্যেও একটা প্রশ্ন তৈরি হয়েছিল। আর অপরদিকে যে দুর্নীতি রাজ্যজুড়ে শুরু হয়েছে, তা থেকেও মুক্তি পেতে চাইছেন সাধারণ মানুষ। তবে টেটের ঘোষণা রাজ্য সরকার করলেও, তাদের চালাকি ধরে ফেলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই তিনি রীতিমতো শাসকদলের বিরুদ্ধে বোমা ফাটালেন। লোকসভা নির্বাচনে আগে শুভেন্দু অধিকারীর এই বান যে তৃণমূলকে একেবারে জর্জরিত করে দিচ্ছে, সেই ব্যাপারে সন্দেহ নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের। কিন্তু রাজ্য সরকার যদি সত্যিই এই টেট পরীক্ষা নেওয়ার ব্যাপারে আন্তরিক হয়, তারা যদি সত্যিই সফল ব্যক্তিদের চাকরি দিতে চায়, তাহলে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে দিক। তাহলেই সাধারণ মানুষ লোকসভা নির্বাচনে তৃণমূলের দিকেই সমর্থন করবেন। দিনের শেষে তেমনটাই বলছেন ওয়াকিবকাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!