এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অস্তিত্ব সংকটে কংগ্রেস, বড় পরামর্শ দিলেন ফিরহাদ! জানলে চমকে যাবেন!

অস্তিত্ব সংকটে কংগ্রেস, বড় পরামর্শ দিলেন ফিরহাদ! জানলে চমকে যাবেন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে কার্যত বিরোধীরা মুখ থুবড়ে পড়েছে। অস্তিত্ব সংকটের মুখে পড়ে গিয়েছে কংগ্রেস। আর এই পরিস্থিতিতে কংগ্রেসকে নয়া পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মিশে যাওয়া উচিত বলে জানিয়ে দিলেন তিনি।

 

সূত্রের খবর, এদিন এই ফলাফল নিয়ে ফিরহাদ হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করেন এই তৃণমূল নেতা। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “কংগ্রেস এত বড় একটা দল। তারা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আমার মনে হয়, এই পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মিশে যাওয়া উচিত। এটাই সঠিক সময়।”

 

একাংশ বলছেন, ফিরহাদ হাকিম এই মন্তব্যের মধ্যে দিয়ে কংগ্রেসের অপ্রাসঙ্গিকতা বুঝিয়ে দিলেন। তুলে ধরার চেষ্টা করলেন যে, বর্তমানে তৃণমূল ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো কেউ নেই। তাই কংগ্রেসের তৃণমূলের সঙ্গে আসা উচিত। স্বভাবতই রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর এই মন্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!