এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্রমাগত জেরার মুখে রুজিরা! ইডির প্রশ্নবানে মিলছে উত্তর? সন্ধ্যা নামতেই বাড়ছে জল্পনা!

ক্রমাগত জেরার মুখে রুজিরা! ইডির প্রশ্নবানে মিলছে উত্তর? সন্ধ্যা নামতেই বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সকাল 11 টায় ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আর তখন থেকেই তাকে জেরা করার শুরু হয়েছে। যতদূর খবর, এখনও পর্যন্ত সেই জেরা চলছে। সম্ভবত ইডির একের পর এক কড়া প্রশ্নবাণের মুখে পড়তে হচ্ছে রুজিরাদেবীকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি কখন ইডি দপ্তর থেকে বের হবেন? ছয় ঘন্টা পার হওয়ার পর এটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির সিইও, সেই লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপক যোগ রয়েছে বলে খবর। যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নথি তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি যে নথি জমা দিয়েছেন, তা খতিয়ে দেখছে ইডি বলে খবর। আর তার মাঝেই আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মাকেও তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তারা সশরীরে না আসলেও তাদের নথি সেখানে পৌঁছে দিয়েছেন। কিন্তু রুজিটা দেবী কি করবেন, সেদিকে সকাল থেকেই সকলের নজর ছিল। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে এসেই তদন্তের সহযোগিতা করার বার্তা দিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার বাইরে বেরিয়ে আসার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই প্রশ্ন এবং জেরা পর্ব কখন শেষ হয়, তার দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরাও।

বিরোধীদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন আদালতের চাপের মুখে পড়েছে। তাদেরকে যে করেই হোক, এখন তদন্ত প্রক্রিয়াকে দ্রুত গুটিয়ে এনে তা শেষ করতে হবে। তাই একের পর এক হেভিওয়েটকে তারা জেরা করার পথে হাঁটছে। শেষ পর্যন্ত তারা দুই এক ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে পারে। তাই রুজিরা বন্দোপাধ্যায়কে এখনও পর্যন্ত প্রশ্ন করার প্রক্রিয়া শেষ না হওয়ায় রাজ্যবাসীর একটা অংশ বড় আশা করছেন। অনেকেই বলছেন, আজকেই একটা পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু শেষ পর্যন্ত তারা কি করবে, সেটা তাদের ব্যাপার। তবে সাধারণ মানুষ অনেক আশা করে রয়েছে। তাই তাদেরকে হতাশ করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা আরও প্রশ্নের মুখে পড়বে বলেই দাবি সমালোচকদের।

পর্যবেক্ষকদের মতে, এর আগে কয়লা কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। কিন্তু এবার সম্পূর্ণ আলাদা এক বিষয়। নিয়োগ দুর্নীতির সঙ্গে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বিষয়টি সামনে এসেছে, সেই ব্যাপারেই তাকে যাবতীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সঙ্গে তার কি সম্পর্ক, তিনি কোন দায়িত্বে রয়েছেন, এই তথ্য ইডির প্রশ্নের মধ্যে রয়েছে বলে খবর। কিন্তু ঘড়ির কাঁটা অনুযায়ী প্রায় ছয় ঘন্টা পেরিয়ে গিয়েছে এই জেরা পর্বের। তাই শেষ পর্যন্ত কখন শেষ হবে গোটা প্রক্রিয়া, নাকি আজকেই সকলকে চমকে দিয়ে বড় কোনো পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! সন্ধ্যা বাড়তেই সেই জল্পনা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!