এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যের ৪২ টি আসনে গেরুয়া শিবিরের সাম্ভাব্য প্রার্থী তালিকা – আজ অন্তিম পর্ব

রাজ্যের ৪২ টি আসনে গেরুয়া শিবিরের সাম্ভাব্য প্রার্থী তালিকা – আজ অন্তিম পর্ব


দেখতে দেখতে এসে পড়ল লোকসভা নির্বাচন – যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে বেশ কিছুটা দেরি আছে। কিন্তু, রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাঙালির মননে এখন থেকেই ঘোরাফেরা করছে লোকসভা নির্বাচন। আর হবে নাই বা কেন? ইতিমধ্যেই, লোকসভা নির্বাচন নিয়ে পূর্ণোদ্যমে দামামা বাজিয়ে দিয়েছে মূল দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি। লড়াইয়ে, বামফ্রন্ট বা কংগ্রেস থাকলেও – এখনও সেইভাবে উচ্চগ্রামে প্রচারে নামেননি দুই শিবিরের নেতারা।

কংগ্রেস তো এখনও দ্বিধাবিভক্ত বামফ্রন্ট না তৃণমূল কংগ্রেস কার হাত ধরে লোকসভা নির্বাচনে যাবে। অন্যদিকে, বামফ্রন্টের সংগঠন এখনও বেশ কিছু জায়গায় অটুট থাকলেও, তা লোকসভা আসন জেতার মত জায়গায় নেই একক ক্ষমতায় তা উঠে এসেছে বিভিন্ন সমীক্ষায়। এমনকি, আমাদের জুলাই মাসে করা শেষ সমীক্ষাতেও সেই একই চিত্র। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কিন্তু ‘বাঙালি প্রধানমন্ত্রীর’ স্বপ্ন উস্কে দিয়ে আম-বাঙালির কাছে ৪২-এ-৪২ এর দাবি করেছে। অন্যদিকে, গেরুয়া শিবির ‘পরিবর্তনের পরিবর্তন’ করার জল্পনা উস্কে দিয়ে বাংলা থেকে অন্তত ২২ টি আসন জেতার দাবি জানাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায়, স্বাভাবিকভাবেই উৎসবের মরশুম পেরোলেই সবকটি দল কোমর বেঁধে লোকসভার প্রস্তুতি ও প্রচারে নেমে পড়বে। কিন্তু, তার আগে আমজনতার কাছে লাখ টাকার প্রশ্ন কোন রাজনৈতিক দলের হয়ে কোন আসনে কে প্রার্থী হতে পারেন। গেরুয়া শিবিরের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে, বিভিন্ন লোকসভায় সাধারণ ভোটারের প্রত্যাশা জেনে এবং আমাদের বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়ে আমরা রাজ্যের ৪২ টি আসনের গেরুয়া শিবিরের সাম্ভাব্য প্রার্থীদের তালিকা মোট ৬ টি পর্বে আপনাদের সামনে আনতে চলেছি। যদিও এই তালিকা সম্পূর্ণরূপে প্রিয় বন্ধু মিডিয়ায় নিজস্ব মতামত, কোনোমতেই গেরুয়া শিবিরের তরফে সরকারি কোন ঘোষণা নয় বা কোন মতেই কোন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রচার নয়। আজ ষষ্ঠ ও অন্তিম পর্ব –

১. কুচবিহার – মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত উত্তরবঙ্গবাসী এক অনুগামী
২. আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা
৩. জলপাইগুড়ি – ডঃ রঞ্জিত কুমার বিশ্বাস
৪. দার্জিলিং – দেবজিৎ সরকার
৫. রায়গঞ্জ – আব্দুল করিম চৌধুরী
৬. বালুরঘাট – মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বালুরঘাটবাসী এক অনুগামী
৭. মালদা-উত্তর – জয়প্রকাশ মজুমদার

৮. মালদা-দক্ষিণ – তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী
৯. জঙ্গিপুর – বিশ্বপ্রিয় রায়চৌধুরী
১০. বহরমপুর – হুমায়ুন কবীর
১১. মুর্শিদাবাদ – দেবশ্রী চৌধুরী

১২. কৃষ্ণনগর – সত্যব্রত মুখার্জি
১৩. রানাঘাট – কেডি বিশ্বাস
১৪. বনগাঁ – শঙ্কর ঠাকুর

১৫. ব্যারাকপুর – কংগ্রেস ত্যাগী এক হেভিওয়েট নেতা
১৬. দমদম – শমীক ভট্টাচার্য
১৭. বারাসত – সায়ন্তন বসু
১৮. বসিরহাট – কাশেম আলি
১৯. জয়নগর – তৃণমূল কংগ্রেসের সমর্থনে জেতা রাজ্যের এক প্রাক্তন সাংসদ
২০. মথুরাপুর – দিলীপ জাটুয়া
২১. ডায়মন্ড-হারবার – এক হেভিওয়েট সংখ্যালঘু প্রতিবাদী শিক্ষক নেতা

২২. যাদবপুর – নাজিয়া ইলাহি অথবা অমিতাভ রায়
২৩. কলকাতা-দক্ষিণ – চন্দ্রকুমার বসু
২৪. কলকাতা-উত্তর – রাহুল সিনহা
২৫. হাওড়া – জয় বন্দ্যোপাধ্যায়
২৬. উলুবেড়িয়া – অনুপম মল্লিক
২৭. শ্রীরামপুর – তৃণমূল কংগ্রেস ত্যাগী ও মুকুল রায় ঘনিষ্ঠ নেতা

২৮. হুগলি – রাজকুমারী কেশরী অথবা তানভির নাসরিন

২৯. আরামবাগ – ষষ্ঠী দুলে
৩০. তমলুক – অম্বুজ মোহান্তি
৩১. কাঁথি – প্রতাপ বন্দ্যোপাধ্যায়
৩২. ঘাটাল – আনিসুর রহমান
৩৩. ঝাড়গ্রাম – বিকাশ মুদি
৩৪. মেদিনীপুর – দিলীপ ঘোষ
৩৫. পুরুলিয়া – নরহরি মাহাতো

৩৬. বাঁকুড়া – বর্তমান এক হেভিওয়েট তৃণমূল কংগ্রেস সাংসদ
৩৭. বিষ্ণুপুর – জয়ন্ত মন্ডল অথবা তৃণমূল কংগ্রেসের বর্তমান এক সাংসদ
৩৮. বর্ধমান-পূর্ব – নিউটন মজুমদার
৩৯. বর্ধমান-দুর্গাপুর – ডঃ সুভাষ সরকার
৪০. আসানসোল – বাবুল সুপ্রিয়
৪১. বীরভূম – লকেট চট্টোপাধ্যায়
৪২. বোলপুর – কংগ্রেসের প্রাক্তন এক বিধায়ক অথবা তৃণমূলের বর্তমান এক সাংসদ

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!