এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ২১ থেকে ৩১! মাত্র ১০ দিনেই বঙ্গ-রাজনীতির চালচিত্র বদলে দিতে বড়সড় পদক্ষেপের পথে তৃণমূল

২১ থেকে ৩১! মাত্র ১০ দিনেই বঙ্গ-রাজনীতির চালচিত্র বদলে দিতে বড়সড় পদক্ষেপের পথে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যেকোনো নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল শিবির বরাবরই নজর দেয় জনসংযোগ তৈরির দিকে। বাংলার মানুষ যে তৃণমূলের জেতার পেছনে অন্যতম কর্ণধার, সে কথা এক বাক্যে মেনে নেন তৃণমূল নেতৃত্ব। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাই এবার বাঁকুড়া জেলায় জনসংযোগ অভিযানে নামছে তৃণমূল। আগামী একুশে জানুয়ারি থেকে 31 শে জানুয়ারি পর্যন্ত তৃণমূল শিবিরের পক্ষ থেকে ‘বাড়ি চলো’ অভিযান করা হবে। এই অভিযানে জেলার ছ’হাজার গ্রামে সাড়ে তিন লক্ষ পরিবারের কাছে ঘাসফুল শিবির শিবির পৌঁছানোর উদ্যোগ নিয়েছে।

সেক্ষেত্রে সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রবিবার বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযানের কথা জানিয়েছেন জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘বাড়ি চলো’ অভিযানের মাধ্যমে রাজ্য তৃণমূল সরকারের 10 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হবে মানুষের হাতে। শ্যামল সাঁতরা আরও জানিয়েছেন, বাঁকুড়া জেলার বাইশটা ব্লকে এই অভিযান হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিটি পঞ্চায়েত সমিতিতে যতগুলি আসন আছে সেই অনুযায়ী দল তৈরি করে দলের স্স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লকের নেতৃত্ব সহ কমপক্ষে পাঁচজন দলীয়কর্মী সহযোগে ‘বাড়ি চলো’ কর্মসূচিটি রূপায়িত করবেন। জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল নেতৃত্বে দলীয় কর্মীরা ‘বাড়ি চলো’ কর্মসূচির মাধ্যমে 10 দিনে এলাকার এক একটি গ্রামে যাবেন এবং সেখানে গিয়ে তাঁরা এলাকার লোকজনের সঙ্গে কথা বলবেন। তাঁদের সুবিধা অসুবিধার কথা শুনে ব্লক মারফত জেলাস্তরে পাঠাতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের রিপোর্ট তুলে দেওয়া হবে সমস্ত মানুষের হাতে। বাঁকুড়া 2011 সাল থেকে তৃণমূলের অধিকারে থাকলেও 2019 এর লোকসভা নির্বাচনে কিন্তু গেরুয়া শিবির থাবা বসায় এই অঞ্চলে।

সেক্ষেত্রে বাঁকুড়া বিধানসভায় তৃণমূল প্রার্থীরা কিন্তু পিছিয়ে রয়েছেন বলে ম্মনে করা  হচ্ছে। আর তাই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসকদলের নির্দেশ অনুযায়ী মানুষের মন পেতে জণসংযোগ কর্মসূচিতে নামছে তৃণমূল। পাশাপাশি মনে করা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে প্রচারের কাজ শুরু করে দেওয়া হলো। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কিন্তু যথেষ্ট চাপে রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। কিন্তু সেই চাপকে এড়াতে বাংলার মসনদ দখলের পথে এগিয়ে যেতে বাংলার মানুষই শেষ ভরসা তৃণমূলের বলে মনে করা হচ্ছে। আর তাই রাজ্য জুড়ে চলছে জনসংযোগ কর্মসূচি।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!