এখন পড়ছেন
হোম > জাতীয় > রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘ডি-লিট’ প্রাপকের নামে থাকতে চলেছে বড়সড় চমক

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘ডি-লিট’ প্রাপকের নামে থাকতে চলেছে বড়সড় চমক


কিছুদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সাহিত্য-শিল্প-সমাজসেবায় অসাধারণ অবদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ‘ডি-লিট’ সম্মানে ভূষিত করা হয়। কিন্তু তা নিয়ে রাজ্যজুড়ে ওঠে বিতর্কের ঢেউ। এমনকি তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা পর্যন্ত দায়ের করা হয়। যদিও হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেয়। আর এবার কলকাতার আর এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবার অভিনয়ের ক্ষেত্রে অবদানের জন্য ‘ডি-লিট’ সম্মানে ভূষিত করতে চলেছে বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে।

সূত্রের খবর, ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে এই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও ‘ডি-লিট’ দেওয়ার জন্য আরও তিন জনের নামে রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, তাঁরা হলেন সাহিত্যিক নবনীতা দেবসেন, চিত্রশিল্পী যতীন দাস ও সংগীতজ্ঞ পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের অনুমোদন মিললেই আগামী ৮ মে রবীন্দ্রভারতীর ৪৩ তম সমাবর্তন অনুষ্ঠানে এই ‘ডি-লিট’ সম্মান প্রদান করা হবে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!