এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি-সিপিআইএমের সংঘর্ষ,মোতায়েন আধা-সামরিক বাহিনী

বিজেপি-সিপিআইএমের সংঘর্ষ,মোতায়েন আধা-সামরিক বাহিনী

সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল আগরতলা। জানা গেছে যে একদল দুষ্কৃতী দশমীঘাট এলাকায় বিজেপি -র একটি বুথ অফিসে হামলা চালায়। এছাড়া অভিযোগ উঠেছে যে তারা শুধু পার্টি অফিসেই হামলা চালিয়ে চলে যায় নি সমর্থক ছাড়াও কয়েকজন স্থানীয় বাসিন্দার উপরও হামলা চালায় । এদিন বিজেপি কর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। সামাল দিতে পুলিশ আসে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এদিন হামলা চালিয়েছিল শাসকদল। এই ঘটনায় এখনো পর্যন্ত ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এই নিয়ে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে,আর দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হয়েছে।এদিকে হামলার খবর পেয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি -র মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্য নেতারা ঘটনাস্থলে গিয়েছেন।এখনো ঘটনাস্থলে আধা সামরিক বাহিনী মোতায়েন  রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!