এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক নির্বাচন ঘিরে সাড়ে ১০ হাজার কোটি টাকা খরচের বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কর্ণাটক নির্বাচন ঘিরে সাড়ে ১০ হাজার কোটি টাকা খরচের বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে


চলতি মাসে আয়োজিত কর্ণাটক বিধানসভা নির্বাচনে বৃহত্তম সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আস্থা ভোটে সমর্থন না পেয়ে সরকার গঠনে ব্যর্থ গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে দলের মধ্যেই নানা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হচ্ছে। এদিন দিল্লীতে দলের সদর দফতরে কর্ণাটক নির্বাচনের পরে প্রথম আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। এদিন তিনি বললেন কর্ণাটকে  কংগ্রেস ও জেডি(এস) একটি অসাধু জোট গঠন করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সাংবাদিকদের প্রশ্ন , অমিত শাহ সরকার গঠন করে নেবেন মানুষের এমন ধারণা বিফলে গেলো কেনও? প্রশ্ন শুনেই স্মিত হেসে প্রসঙ্গ থেকে খানিক সরে গিয়ে তিনি বললেন , ”আমি তো দিল্লিতে ছিলাম।.. রাহুল গাঁধীকে প্রশ্ন করুন, বিধায়কদের হোটেলে কেন বন্দি করে রেখেছেন? এক বার তাঁরা ছাড়া পেলেই জনতাই বলে দিত, বিজেপি-জেডিএস-কে জেতাতে। বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ফেলত। এক বার ছাড়া পেতে দিন। এরপর যে সম্ভাবনা হবে, খতিয়ে দেখব।”  কংগ্রেস-জেডিএস জোট সরকারের স্থায়িত্ব বিষয়ে প্রশ্ন করা হলে অত্যন্ত বিচক্ষণতার সাথেই তিনি জবাব দিলেন, ”কুমারস্বামী জ্যোতিষে বিশ্বাস করেন। তাঁকেই জিজ্ঞাসা করুন। আমিও জ্যোতিষ মানি। তবে গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক পথেই চলে। জোট অস্থির বলেই বিধায়কেরা হোটেলে বন্দি।” এদিকে কংগ্রেস বিধায়কদের গোপণ ডেরায় বিজেপি নেতৃত্বের চোখের আড়ালে রাখার কারণ প্রসঙ্গে কংগ্রেস নেতা আনন্দ শর্মা বললেন, ”বিজেপির হাত থেকে বাঁচাতেই তো বিধায়কদের হোটেলে রাখা হয়েছে। কংগ্রেস-জেডিএস বিধায়করা আমাদের কাছে থাকবেন না বিজেপির সঙ্গে? নরেন্দ্র মোদী-অমিত শাহ খুব মোটা চামড়ার। আমাদের দুই বিধায়ককে বন্দি করে রাখা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হয়েছিল।ভোট প্রচারে ৬৫০০ কোটি টাকা খরচ করেছে বিজেপি। ভোটের পরে বিধায়ক কিনতে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিল। ”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!